২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো আজ। সকাল ১০টা নাগাদ বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

এ বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। অর্থাৎ ৭৪ দিনের মাথায় ফল প্রকাশ করছে সংসদ। গতবারের তুলনায় এ বছর পাশের হার অনেকটাই বেশি। এ বছর ৮ লক্ষেরও বেশি পরিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যার মধ্যে পাশের হার ৮৬.২৯ শতাংশ। গত বছর যেখানে পাশের হার ছিল ৮৩.৭৫ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৫.৩। পাশের হারের নিরিখে এ বারও কলকাতাকে জোর টক্কর দিয়েছে জেলা।  সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা ওয়েব সাইটে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। পরীক্ষার ফলাফল জানতে চোখ রাখুন সংসদের নিজস্ব সাইট  wbchse.nic.inwbresults.nic.in -এ। এসএমএসে ফল জানতে হলে লিখতে হবে WB12 তার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।

এ বারের পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছে বীরভূম জেলা স্কুলের শোভন মন্ডল এবং কোচবিহার জেনকিনস্ স্কুলের রাজর্ষি বর্মন। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৮।

তৃতীয় উত্তর চব্বিশ পরগনার মৃণ্ময় মন্ডল।

দ্বিতীয় স্থানে রয়েছে, পূর্ব মেদিনীপুরের বাজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠের তন্ময় মাইকাপ, উত্তর ২৪ পরগনার বিধাননগর গভর্মেন্ট হাই স্কুলের সংযুক্তা বসু, কোচবিহার দিনহাটা হাই স্কুলের স্বর্ণদীপ সাহা, কোচবিহার জেনকিনস্ স্কুলের অনাতম মিত্র, কৃষ্ণনগর কলেজিয়েট  স্কুলের  ঋতম নাথ, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের মহম্মদ মাসুম আখতার। সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৬।

তৃতীয় নবগ্রাম হীরালাল পল বালিকা বিদ্যালয়ের বর্ণালী ঘোষ

তৃতীয় স্থানেও জেলার জয়জয়কার।  ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে চার জন। উত্তরপাড়া নবগ্রাম হীরালাল পল বালিকা বিদ্যালয়ের বর্ণালী ঘোষ, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের সুক্রিয় চক্রবর্তী, গোবরডাঙা খাটুরা হাই স্কুলের মৃন্ময় মন্ডল, হুগলির মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের সুপ্রিয় শীল।

চতুর্থ স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সূর্যতম বসু, উত্তর দিনাজপুরের ইসলাম হাইস্কুলের  সাগর সরকার, কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের সত্যম কর, বহরমপুর জেলা স্কুলের প্রত্যয় দে, দক্ষিণ ২৪ পরগনার বীরেশ্বর ঘোষ, রহরা রামকৃষ্ণ মিশনের স্বহিতগ্নি চক্রবর্তী, হুগলির অনির্বা খাঁড়া, সোনারপুর সারদা বিদ্যাপীঠের অর্ক দাস। এদের প্রাপ্ত নম্বর ৪৯১।

পঞ্চম স্থানে কলকাতা পাঠভবনের পল্লব ঘোষ, হাওড়া বাগনান হাইস্কুলের কিরণ মন্ডল, বাঁকুড়া জেলা স্কুলের মোজাম্মেল হক, বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরের স্বর্ণজিৎ পোদ্দার, শিবপুরের অর্পণ দাস, হুগসি জেলা স্কুলের তিতনি মুখোপাধ্যায়, মালদা জেলা স্কুলের সপ্তর্ষি রায়, কলকাতা নব নালন্দা হাইস্কুলের সৌম্য সামন্ত, হুগলি ব্রাঞ্চ স্কুলের ধ্রুব মিত্র, বীরভূমের স্নিগ্ধা বর্ধন, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের অত্রি বিশ্বাস, পূর্ব মেদিনীপুরের শঙ্খদীপ বেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.