ভারত থেকে আসছে করোনাভাইরাস টিকা। বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে এই টিকা পাঠাচ্ছে ভারত। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে টিকা পাঠানোর ছবি প্রকাশ করছে।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর সূত্রে খবর, ভারত থেকে চিকিৎসা সহায়তা হিসেবে পাঠানো হয়েছে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে আসছে এই টিকা।
বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার এই বিশেষ ফ্লাইট মুম্বই থেকে উড়ান শুরু করেছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমান অবতরণ করবে বাংলাদেশ সময় বেলা ১১টার পরে।
বাংলা দেশের ৩৭ ভাগ শিশু এবং যাদের বয়স ১৮ বছরের নিচে তারা কেউ টিকা পাবে না। যাদের ক্যান্সার আছে বা যারা ক্যান্সারের ওষুধ খেয়ে থাকেন, অথবা যারা স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে থাকেন তারা ভ্যাকসিন নিতে পারবেন না। এছাড়া যার বর্তমানে কোভিডে আক্রান্ত তারাও টিকা গ্রহণ করতে পারবেন না।