ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারতীয় শেয়ার মার্কেট। বৃহস্পতিবার রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল শেয়ার বাজার। এই প্রথম বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পেরিয়ে গেলে ৫০ হাজারের গণ্ডি। বৃহস্পতিবার বাজার খুলেতেই ৫০ হাজারের উপরে চলে যায় সেনসেক্স। তাল মিলিয়ে নিফটি-ও ১৪ হাজার ৭০০ অঙ্কের উপরে চলে যায়ল। নজিরবিহীন এই উচ্চতায় উচ্ছ্বসিত লগ্নিকারীরা।
বৃহস্পতিবার সকালে বাজার খুলেছে ৫০ হাজার ৯৬ অঙ্কে। সকাল ১০টা পর্যন্ত সর্বোচ্চ ৫০,১২৬.৭৩ অঙ্কে পৌঁছেছে সেনসেক্স। নিফটির সর্বোচ্চ উত্থান ছিল ১৪,৭৩৮.৩০। করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত। শেয়ার মার্কেটে তার প্রভাব ভালোই দেখা গেল।
2021-01-21