ফের গঙ্গোপাধ্যায় পরিবারে হৃদরোগের আক্রমণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পর এবার তাঁর অগ্রজ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়ল। হৃদরোগে আক্রান্ত হয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভরতি হতে হয়েছিল ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে। বেশ কয়েকদিন হাসপাতালে ভরতি থাকতে হয়েছিল তাঁকে। রীতিমতো উদ্বিগ্ন ছিল গোটা দেশ। তাঁর বুকে স্টেন্টও বসাতে হয়। তবে, এখন সৌরভ অনেকটা সুস্থ। তিনি বর্তমানে বাড়িতে। বিশ্রামে রয়েছেন। কিন্তু এ সবের মধ্যেই শোনা গেল, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। বর্তমান সিএবি (CAB) সচিব স্নেহাশিস। যা খবর, সৌরভের মতো তাঁর বুকেও একটা স্টেন্ট বসাতে হবে।
জানা গিয়েছে, বাড়ি ফেরার পরে সৌরভ নিজ উদ্যোগে দাদাকে হেলথ চেকআপ করাতে বলেন। কারণ সৌরভ নিজে ভুক্তভোগী। গত দশ বছরে কখনও সেভাবে নিজের মেডিক্যাল চেকআপ করাননি সৌরভ। এবং শেষে আচমকা হৃদরোগে আক্রান্ত হতে হয় তাঁকে। এবং স্নেহাশিসের সেই চেক আপের পরেই জানা যায়, তিনিও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। স্টেন্ট বসাতে হবে। যা খবর, আগামী ২২ জানুয়ারি স্নেহাশিসের (Snehasish Ganguly) বুকে স্টেন্ট বসবে। সৌরভেরও আরও স্টেন্ট বসানো বাকি। শোনা গেল, তিনি আরও কয়েক জন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। তাঁর ক্ষেত্রে দ্বিতীয় দফার স্টেন্ট বসতে পারে এ মাসের শেষ দিকে।
প্রসঙ্গত, সৌরভের অসুস্থতার সময় জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ আছে গঙ্গোপাধ্যায় পরিবারের। অর্থাৎ পারিবারিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে সৌরভদের। তাছাড়া, সদ্য সৌরভ যেভাবে মৃদু হার্ট অ্যাটাকের শিকার হলেন তা উদ্বেগ বাড়িয়েছে পরিবারের অন্য সদস্যদেরও। সেকারণেই বাড়তি যত্ন নেওয়া হচ্ছে স্নেহাশিসের। তাঁর মেডিক্যাল চেক-আপও এই বাড়তি সচেতনতারই অংশ। আর চেক-আপ করতে গিয়েই ধরা পড়ল ব্লকেজের কথা।