শিয়রে বিধানসভা ভোট। রাজ্য-রাজনীতিতে টানটান উত্তেজনা। নির্বাচনী ময়দানে শাসক-বিরোধী কোনও পক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এবার দক্ষিণ কলকাতায় রোড শো শুভেন্দু অধিকারীর। আজ টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির রোড শো। এই রোড শেষে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
আর কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। সরগরম রাজ্য-রাজনীতি। একদিকে ‘উন্নয়ন’-কে হাতিয়ার করে এবারও ক্ষমতা টিকে থাকার চেষ্টায় তৃণমূল। অন্যদিকে, শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ভোট ময়দানে বিজেপি। একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির।
সেই লক্ষ্যেই দিল্লি বসে ঘুটি সাজাচ্ছেন মোদী-শাহরা। নিয়ম করে রাজ্যে আসছেন দলের কেন্দ্রীয় নেতারা। জেলায়-জেলায় ছোট-ছোট কর্মিসভা করে সংগঠনকে ঢেলে সাজানোর চেষ্টায় পদ্ম-শিবির। ভোট ময়দানে রয়েছে বাম-কংগ্রেসও। আসন্ন বিধানসভা ভোটে এবার সমঝোতা করে লড়ছে দুই দল। নিজেদের মতো করে কর্মসূচি সাজিয়ে জন সমর্থন বাড়ানোর চেষ্টায় দু’পক্ষ।
এদিকে, হাফডজন তৃণমূল বিধায়য়কে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে পুরোদস্তুর সক্রিয় শুভেন্দু অধিকারী। জেলায়-জেলায় নির্বাচনী সভা-সমাবেশে ঝড় তুলছেন তিনি। তীব্র বিষোদগার করছেন তাঁরই পুরনো দল তৃণমূলের বিরুদ্ধে। বক্তৃতায় তুলোধনা করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিন কয়েক আগেই উত্তর কলকাতায় রোড শো করেন শুভেন্দু। এবার লক্ষ্য দক্ষিণ কলকাতা।
আজ দক্ষিণ কলকাতার টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হবে বিজেপির রোড শো। রাসবিহারীর মোড়ে গিয়ে শেষ হবে সেই রোড শো। রোড শো শেষে প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন শুভেন্দু। এদিকে, আজই নন্দীগ্রামে সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সভার ঠিক পরের দিন অর্থাৎ আগামিকাল খেজুরিতে জবাবি সভা শুভেন্দুর। তৃণমূলনেত্রীকে জবাব দিতেই কাল খেজুরিতে সভা করবেন শুভেন্দু।