আজ সোমবার জোড়া মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ফেজ এবং সুরাট মেট্রো রেলে প্রকল্পের ভূমি পুজো হবে আজ৷

এদিন সকালে টুইট করে নমো বলেন, ‘‘গুজরাতের দুই প্রধান শহরের কাছে আজ এক উল্লেখযোগ্য দিন৷ সকাল সাড়ে দশটায় সুরাট মেট্রো এবং আমেদাবাদ মেট্রোর দ্বিতীয় ফেজের ভুমি পুজো হবে আজ৷’’ জানা গিয়েছে এই ভুমি পুজো অনুষ্ঠানে উপস্থিত থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং রাজ্যপাল আচার্য দেবব্রত৷

আমেদাবাদ মেট্রো প্রকল্পের দ্বিতীয় ফেজে কাজ হবে ২৮.২৫ কিলোমিটার দীর্ঘ পথে৷ থাকবে দুটি করিডর৷ প্রথম করিডরটি মোতেরা স্টেডিয়াম থেকে মহত্মা মন্দির পর্যন্ত ২২.৮ কিলোমিটার পথে বিস্তৃত৷ দ্বিতীয় করিডরটি শুরু হচ্ছে জিএনএলইউ থেকে৷ এটি শেষ হবে জিআইএফটি সিটিতে৷ এটি ৫.৪ কিলোমিটার দীর্ঘ৷

অন্যদিকে সুরাত মেট্রো রেল প্রজেক্টের কাজ হবে ৪০.৩৫ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে৷ এখানেও থাকছে দুটি করিডর৷ প্রথম করিডরটি ২১.৬১ কিলোমিটার দীর্ঘ৷ সারথনা থেকে ড্রিম সিটি পর্যন্ত বিস্তৃত হবে এই করিডর৷ দ্বিতীয় করিডরটি ভীসান থেকে সারোলি পর্যন্ত ১৮.৭৪ কিলোমিটার বিস্তৃত৷ এই প্রকল্পে খরচ পড়বে ১২,০২০ কোটি টাকা৷

শনিবার প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে বলা হয়, ‘‘গুজরাতের এই দুই মেট্রো প্রকল্প পরিবেশ বান্ধব পথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ, হরদীপ সিং পুরী, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং রাজ্যপাল আচার্য দেবব্রত৷ সকাল সাড়ে দশটায় ভিডিয়ো কনফারেন্সিং-এ মাধ্যমে এই অনুষ্ঠান পালন করা হবে৷’’

আমেদাবাদে এই দুই মেট্রো প্রকল্প রাজ্যের পরিবহণ ব্যবস্থায় ল্যান্ডমার্ক হতে চলেছে৷ এর ফলে অনেক কম সময়ে সফর করতে পারবেন যাত্রীরা৷ সর্বোপরী এই পরিষেবা হবে পরিবেশ বান্ধব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.