জন্মজয়ন্তীতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যন্ত্রী এম জি রামচন্দ্রনের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আটটি ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আনন্দদায়ক সংযোগ যে ভারতরত্ন এমজিআর (এম জি রামচন্দ্রন) জন্মদিন। গরিব দেশ সেবায় তিনি নিজের জীবনকে সমর্পণ করেছিলেন। আমরা সকলে তার স্বপ্নপূরণের জন্য কাজ করে চলেছি। ভারতরত্ন এমজিআরের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল। পরে নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতরত্ন এমজিআর সকলের হৃদয়ে রয়েছে। চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতি সর্বত্রই তিনি সমানভাবে সম্মানিত ও সমাদৃত। মুখ্যমন্ত্রীর থাকাকালীন দারিদ্র দূরীকরণ এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে গিয়েছেন। জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য রইল। উল্লেখ করা যেতে পারে এআইএডিএমকে দলের প্রতিষ্ঠাতা এমজিআর। ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৮ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় তাকে।
2021-01-17