আসাম: হোজাইতে হিন্দু নেতা সত্যরঞ্জন বরার ওপর জিহাদিদের হামলা

আসামে সাধারণ হিন্দুর ওপর জিহাদিদের প্রাণঘাতী হামলা তো ছিলই। এবার আসামে অতি পরিচিত জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বরার ওপর জিহাদি হামলার ঘটনা ঘটলো। গতকাল ১৫ই জানুয়ারি, শুক্রবার হোজাই জেলার লঙ্কা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, গতকাল কয়েকজন সঙ্গীকে নিয়ে সড়ক পথে গুয়াহাটি যাচ্ছিলেন হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বরা। পথে লঙ্কা এলাকার এক মসজিদে প্রচুর মুসলমান জড়ো হয়েছিলেন জুম্মার নামাজ উপলক্ষে। তাদের জমায়েতের ফলে রাস্তার অনেকটাই অবরুদ্ধ হয়ে গিয়েছিল। ফলে ওই নেতার গাড়ি আটকে পড়ে। গাড়ি যাওয়ার রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তাঁরা। লাঠি, বাঁশ নিয়ে হামলা চালানো হয় তাঁর গাড়ির ওপর। গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাদের হামলায় অল্প আহত হন সত্যরঞ্জন বরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে না এলে বড়সড় ঘটনা ঘটতে পারতো।

ছবি: রাস্তায় আটকে পড়েছেন সত্যরঞ্জন বরা

পুলিশ এসে ওই হিন্দুত্ববাদী নেতাকে থানায় নিয়ে যায়। পরে পুলিশি নিরাপত্তা দিয়ে সন্ধ্যার দিকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রসঙ্গত, আসামের হিন্দুত্ববাদী মহলে অতি পরিচিত নাম সত্যরঞ্জন বরা। আসামে বাংলাদেশি মুসলিমদের আগ্রাসন ও অনুপ্রবেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব। পাশপাশি আসামে ক্রমাগত বেড়ে চলা লাভ জিহাদের বিরুদ্ধেও একাধিক আন্দোলন করেছেন তিনি। আর তাঁর ওপর হামলার ঘটনায় আসামজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.