দেশজুড়ে শুরু হয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ অভিযান। ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রযুক্তি নিয়ে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি প্রতিষেধক নিয়েই দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে শনিবার। টিকাকরণ অভিযান শুরু হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে সঞ্জীবনীর মতো কাজ করবে টিকা। এদিন সকালে দিল্লির এইমস-এ উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে এইমস-এ প্রথম কোভিড-১৯ ভাইরাসের ডোজ দেওয়া হয় মণীশ কুমার নামে একজন সাফাই কর্মীকে। তারপরই করোনার ডোজ নেন এইমস-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া।
দীর্ঘ প্রতীক্ষিত টিকাকরণ অভিযান শুরু হওয়ার পর অত্যন্ত খুশি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। তিনি বলেছেন, ‘আমি ভীষণ খুশি এবং সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত এক বছর ধরে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করছিলাম আমরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সঞ্জীবনীর মতো কাজ করবে ভ্যাকসিন। প্রসঙ্গত, টিকাকরণের প্রথম দফায় সরকারি ও বেসরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরই টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
2021-01-16