কেরল উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, শ্রীলঙ্কা থেকে ১৫ জন আইএস জঙ্গি একটি নৌকায় শ্রীলঙ্কা ছেড়ে লাক্ষাদ্বীপের দিকে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, উপকূল থানাগুলি ছাড়াও উপকূলের জেলার পুলিশ প্রধানদের সতর্ক করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই ধরনের সতর্কতার ক্ষেত্রে তল্লাশি একটা সাধারণ ব্যাপার কিন্তু এবার জঙ্গিদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্টভাবে তথ্য পাওয়া গিয়েছে। সেইজন্য উপকূলের থানা এবং উপকূলের জেলার পুলিশ প্রধানদের সন্দেহজনক ভাসমান কিছু সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে উপকূল পুলিশ দফতর সূত্রে জানা গিয়েছে ২৩ মে থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে। এদিনই শ্রীলঙ্কা থেকে সতর্কবার্তা আসে। তাঁরা অবশ্য জানিয়েছেন, শ্রীলঙ্কায় হামলার পর থেকেই সতর্ক রয়েছেন। উপকূল পুলিশ দফতর জানিয়েছে, মাছ ধরার নৌকা ছাড়াও যেসব নৌকো সমুদ্রে যায়, সন্দেহজনক কিছু সম্পর্কে সতর্ক করা হয়েছে।
২১ এপ্রিল শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেই সতর্ক রয়েছে কেরল। কেননা এনআইএ-র তরফে জানিয়ে দেওয়া হয়েছিল সেই রাজ্যে সম্ভাব্য আইএস-এর হামলা সম্পর্কে। গোয়েন্দা সূত্রে খবর, কেরলের অধিবাসীদের একটা বড় সংখ্যা আইএস-এর সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে যাদের ইরাক ও সিরিয়া থেকে কার্যত মুছে দেওয়া হয়েছে।