করোনা আবহে এবারের গঙ্গাসাগর মেলা৷ তাই গঙ্গাসাগর মুখী পুণ্যার্থীদের করা হয় করোনা টেস্ট৷ এদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে খবর৷
সূত্রের খবর, এ বার গঙ্গাসাগর মেলায় ৩৬ হাজার পুণ্যার্থীর করোনা টেস্ট করা হয়েছিল৷ বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর মুখী বিভিন্ন জায়গায় করোনা টেস্টেক ব্যবস্থা করা হয়েছিল৷ তাতে ৩৬ হাজার পুণ্যার্থীদের মধ্যে মাত্র ৮ জনের করোনা পজিটিভ৷
এদিকে গঙ্গাসাগর মেলায় কয়েকজন অসুস্থ পড়লে,তাদেরকে জরুরি ভিত্তিতে বিশেষ হেলিকপ্টারে করে হাওড়ায় নিয়ে আসা হয়৷ এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার পরিষেবা আগেই চালু হয়েছে৷ এছাড়া এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়৷
প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ আসেন৷ এর মধ্যে অনেক বিদেশী পূন্যার্থীও এই মেলায় আসেন৷ এতদিন অসুস্থ হয়ে পড়া পূন্যার্থীদের দ্রুত কলকাতায় নিয়ে আসার জন্য হেলিকপ্টার পরিষেবা দেওয়া হত৷ তারপর রাজ্য সরকার এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া সিদ্ধান্ত নেয়৷
প্রসঙ্গত এবার গঙ্গাসাগর মেলার বিভিন্ন পয়েন্টে ১০২ টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, তার মধ্যে ৪ টি অ্যাম্বুলেন্সকে কাকদ্বীপ লট -৮ এরিয়া,এবং কচুবেড়িয়া, মেলা গ্রাউন্ড অস্থায়ী হাসপাতালে,সিরাকোল পিএইচসি থেকে নামখানা নারায়ণপুর পিএইচসি যাওয়ার পথে আরও ১৫ টি অ্যাম্বুলেন্স রাখা হয়৷ পুণ্যার্থীদের সুবিধার জন্য একাধিক বন্দোবস্ত করা হয়েছে।
প্রতি বছর মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণ এ দেশের লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান সাগরদ্বীপে, কপিলমুনির আশ্রমে৷ করোনার কথা মাথায় রেখে তাই বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। কোভিড পরিস্থিতিতে চলতি বছর বিশেষ ব্যবস্থা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কী কী ব্যবস্থা নিতে হবে, তা নির্দেশিকা দিয়ে জানিয়েছে স্বাস্থ্য দফতর। সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে খবর, অতিমারি কারণেই ‘ই-দর্শন’ এবং ‘ই-স্নান’-এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়৷
2021-01-15