প্রয়াগরাজে চলছে মাঘ মেলার প্রথম স্নান, অংশ নেবে ৮০ লক্ষ পুন্যার্থী

মকর সংক্রান্তি থেকে শুরু করে মহাশিবরাত্রি অবধি চলা প্রয়াগরাজের মাঘ মেলা শুরু হতে চলেছে। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এই মেলা। এবার ৫৭ দিনের এই মেলার প্রশাসনিক প্রস্তুতি পুরোদমে চলছে। বৃহস্পতিবার প্রায় ৮০ লক্ষ ভক্ত প্রথম স্নানে অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এই মাঘ মেলায় ছয়টি বড় স্নান হবে। বৃহস্পতিবার মকর সংক্রান্তিতে শুরু হচ্ছে এর প্রথম স্নান।করোনাভাইরাসের জেরে এবার অনেক কিছু আগের বছরগুলির তুলনায় আলাদা হচ্ছে। প্রশাসনের অনুমান, এবার সাড়ে তিন কোটি ভক্ত প্রয়াগরাজে আসবেন। যেহেতু এবার করোনার ভ্রূকুটির মধ্যেই মেলা বসছে তাই কড়া পরীক্ষা রয়েছে প্রশাসনের সামনে। মেলা অঞ্চলে করোনার গাইড লাইন যাতে সকলে মেনে চলে তাই সমস্ত প্রস্তুতি চলছে।

এবার মেলায় শারীরিক দূরত্ব যাতে মেনে চলা হয়, সেদিকে দৃষ্টি রাখছে প্রশাসন। টয়লেটের সংখ্যা প্রায় তিনগুণ বাড়ানো হয়েছে। পাঁচটি ভাগে মেলার আয়োজন করা হচ্ছে। মোট এলাকা থাকছে ৬৪০ হেক্টর। মেলাধিকারী বিবেক চতুর্বেদী জানিয়েছেন, তাঁদের প্রস্তুতি সম্পূর্ণ। মেলায় প্রবেশের জন্য ১৬ টি প্রবেশ দ্বার বানানো হয়েছে। যে দ্বারগুলিতে থাকবেন পুলিশ কর্মীরা।

স্নানের ঘাটগুলির চত্বরও বাড়ানো হয়েছে। যাতে স্নানের সময় বা পরে ভক্তরা কোভিড প্রোটোকল মেনে চলতে পারে ও শারীরিক দূরত্ব বজায় রাখতে পারে। মেলায় থাকছে ১০০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। একই সঙ্গে এখানে ১৩ টি থানা সহ ৩৮ টি পুলিশ পোস্ট গঠন করা হয়েছে। ১৩ টি ফায়ার স্টেশন রাখা হয়েছে।

এবার পুলিশ কর্মীদের অতিরিক্ত দায়িত্ব থাকবে। পুলিশ কর্মীরা দেখবেন, ভক্ত এবং পর্যটকরা মাস্ক পড়ছেন কিনা, আগত পুন্যার্থীরা কোভিড বিধি মানছেন কিনা ইত্যাদি।

সুরক্ষা বাড়াতে ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিসাস্টার রেসপন্স ফোর্স, বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে।দেড় মাস ব্যাপী মেলা চলাকালীন আইবি এবং এলআইইউ-এর গোয়েন্দা দলও উপস্থিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.