অপেক্ষা শেষ হয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকেই দিল্লি-সহ গোটা দেশেই শুরু হবে করোনাভাইরাসের টিকাকরণ। টিকাকরণ নিয়ে দেশবাসীর মধ্যে উৎসাহের শেষ নেই। তেমনই অনেকের মধ্যে টিকাকরণ নিয়ে নানা প্রশ্ন রয়েছে মনের মধ্যে। একটি প্রশ্ন তো সকলেরই মনে, করোনা-টিকা বিনামূল্যে দেওয়া হবে তো? দিল্লিবাসীকে আশ্বস্ত করে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, ‘দিল্লির জনগণকে বিনামূল্যেই কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।’
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল জানান, ‘প্রত্যেকের কাছে আমি বিনীত অনুরোধ করছি, করোনা-ভ্যাকসিন নিয়ে অযথা ভুল তথ্য ছড়াবেন না। কোভিড ভ্যাকসিন যাতে বিনামূল্যে দেওয়া হয়, সে জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছি। যদি, কেন্দ্র এমনটা না করে এবং যদি প্রয়োজন হয়, তাহলে দিল্লির জনগণকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।’ করোনাকালে ডিউটি করার সময় প্রাণ হারিয়েছিলেন ডাঃ হীতেশ গুপ্তা। দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে ১ কোটি আর্থিক সাহায্য করা হয়েছে। এদিন হীতেশ গুপ্তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর কেজরিওয়াল জানিয়েছেন, ‘হীতেশ গুপ্তার পরিবারকে ১ কোটি টাকা প্রদান করতে এসেছি আমি। তাঁর স্ত্রী শিক্ষিত এবং তাঁকে দিল্লি সরকারে চাকরি দেওয়া হবে।’
2021-01-13