কয়লাপাচার কাণ্ডে ফের রাজ্যজুড়ে বড়সড় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, কলকাতা, সল্টলেক-সহ দশটি জায়গায় তল্লাসি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মোট ৭৫ জন সিবিআই আধিকারিক এই তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন। সিবিআই সূত্রে জানা যাচ্ছে কয়লাপাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং ব্যবসায়ী বিনয় মিশ্রর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চলছে। পাশাপাশি এবার বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকেও তলব করল সিবিআই। কলকাতার জোড়াসাঁকো এবং সল্টলেকে কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই গোয়েন্দারা। বড়বাজারে ব্যবসায়ী সঞ্জয় সিংয়ের বাড়িতেও সিবিআই গোয়েন্দারা। এর আগে ১১ জানুয়ারিতেও রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই।
অপরদিকে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, কয়লাপাচার কাণ্ডে আরো ১৭ জন আইপিএস অফিসারের তালিকা তৈরি করল সিবিআই। ইতিমধ্যে তিন আইপিএস আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে কল্লোল গনাই, তথাগত বসু ও অংশুমান সাহাকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই নোটিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, সিবিআই কয়লাপাচার কাণ্ডে একাধিক নিচুতলার পুলিশকর্মী ও ব্যবসায়ীকে জেরা করেই এই ১৭ আইপিএস আধিকারিকের নাম পেয়েছে। এবার তাদেরও নোটিশ পাঠানোর ব্যবস্থা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, এই আধিকারিকরা প্রত্যেকেই রাজ্য ও জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত।
2021-01-13