সাধারণ মানুষ কোভিড ভ্যাকসিন (Vivid Vaccine) নিখরচায় পেলেও জানতে ক্ষতি নেই এই ভ্যাকসিন দিতে আপনাদের সরকার আপনাদের জন্য কত টাকা খরচ করছে।
প্রথম পর্যায়ে দেশের ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেবে মোদি সরকার। এই পর্যায় চলবে এ বছরের আগস্ট মাস পর্যন্ত। তারপর শুরু হবে দ্বিতীয় পর্যায়। তখন আরও ৫০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এই পর্যায়ের কাজ শেষ হতে হতে ২০২২-এর ডিসেম্বর হয়ে যাবে।
এই মহাযজ্ঞে সরকারের খরচ পড়বে কত?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) একটি হিসেব কষে দেখেছে, প্রথম পর্যায়ে ৩০ কোটি দেশবাসীকে ভ্যাকসিন দিতে সরকারের খরচ হবে ২১০০০ থেকে ২৭০০০ কোটি টাকা।
দ্বিতীয় পর্যায়ে খরচ হবে ৩৫০০০ কোটি থেকে ৪৫০০০ কোটি টাকা। মোট খরচের পরিমাণ জিডিপির ০.৩-০.৪ শতাংশ।
সেরামের কোভ্যাকসিন দিতে নাগরিক পিছু খরচ পড়বে ৭০০ থেকে ৯০০ টাকা।
ভারত বায়োটেকের দাবি তাদের ভ্যাক্সিন বাজারে এলে একশ টাকা খরচ কমবে।
এসবিআই বিশেষজ্ঞদের মতে মোট ৮০ কোটি মানুষকে ভ্যাক্সিন দিতে সরকারের খরচ পড়বে ৫৬০০০ থেকে ৭২০০০ কোটি টাকা।