স্বামীজির ১৫৯তম জন্মদিনকে সামনে রেখে স্বামিজির সিমলা স্ট্রীটের পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় যুব দিবস। তবে করোনার জন্য বহু বিধিনিষেধ জারি করা হয়েছে। রামকৃষ্ণ মিশন স্বামি বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষে জানানো হয়েছে। এবারে শুধুমাত্র স্বামীজির মূর্তিতে মাল্যদান করা হবে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে, তাও দূরত্ব বিধি মেনে। বাদ দেওয়া হয়েছে শোভাযাত্রা। স্পষ্ট জানানো হয়েছে , ‘অন্যান্য বছর যেমন স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে সিমলা স্ট্রীট থেকে শোভাযাত্রা করা হয় এবার তা বন্ধ রাখা হয়েছে।’ কারন অবশ্যই করোনা। পাশাপাশি স্বামীজির পৈতৃক বাড়ি দর্শনার্থীদের জন্য এদিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
তবে সকাল থেকে শুরু হয়েছে অন্তর্বর্তী অনুষ্ঠান। সকাল ন’টায় যা শুরু হয়েছে ভক্তিগীতির মাধ্যমে। বেলা একটায় হবে ববেক বন্দনা। বিকেল তিনটের সময় হবে ধর্মসভা ও ২০২১ বার্ষিক পুস্তক ও সংগ্রহশালা বিষয়ক বই প্রকাশ অনুষ্ঠান। বিকেল পাঁচটায় সেতার বাজিয়ে শোনাবেন সুজয় বসু। সন্ধ্যা ৬টায় হবে সান্ধ্য প্রার্থনা। সন্ধ্যা সাড়ে ৬টায় ভজন গীতির মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান পর্ব।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার স্বামী বিবেকানন্দের জন্মদিবসটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। সেইমত ১৯৮৫ থেকে ১২ জানুয়ারি দেশজুড়ে পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে। এ বছর ইউজিসি বলেছে, এই উপলক্ষ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি অনলাইন বক্তৃতা, স্বামীজির বাণী নিয়ে ওয়েবিনারের আয়োজন করতে পারে। এছাড়া আবৃত্তি প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, বিতর্ক সভার আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা, বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় স্বামীজির বাণী ও শিক্ষা প্রচার করতে।
এদিকে স্বামীজিকে নিয়ে বঙ্গ রাজনীতি চরমে। জন্মদিন পালন করতে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের পক্ষে গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত স্বামীজির জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠানের মিছিলে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে আয়োজিত মিছিলে বৃহৎ জনসমাগমের উদ্যোগও শুরু হয়েছে জোরকদমে। গোলপার্কের বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করে জন্মদিন উদযাপনের সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
স্বামী বিবেকানন্দের জন্ম দিবসের দিন পথে নামতে চলেছে বিজেপি। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে, সিমলা স্ট্রীট পর্যন্ত তারা মিছিল করতে চলেছে। এটি হতে চলেছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি মিছিল। এখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ সহ আরও অনেকে। বিজেপি তরফে এদিন শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, স্বামীজীর জন্মদিনের দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে তার বাড়ি পর্যন্ত মিছিল করবেন বিজেপি নেতৃত্ব। এই মিছিলে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন সহ আরও অনেক নেতা। এই মিছিলে বিজেপির কোনও পতাকা ব্যবহার করা হবে না। শুধুমাত্র থাকবে স্বামীজীর ছবি এবং জাতীয় পতাকা। বিজেপির এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে,” বিবেকের ডাক।