পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১২জন । একদিনে সুস্থ হয়ে উঠছেন ৯৩৯জন।সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৮৮শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬জনের। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৫২শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। সোমবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৭হাজার ৫৩৮জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৬১হাজার ৩২১জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ৪৩হাজার ৮২৬জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৯৫৭জনের।
এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৪জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ২৩৫জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৩ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১৫৩৮জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ১৬২ জন। সুস্থ হয়ে উঠছেন ২২৮জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৩হাজার ৩১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪লাখ ৬৪হাজার ৮১৩টি। এখন রাজ্যে ১০০টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2021-01-12