সোমবার নতুন উচ্চতায় দেশের শেয়ারসূচক৷ শেয়ার বাজারে ইতিবাচক সেন্টিমেন্ট বিরাজ করছে ফলে বাজার উঠল৷ এদিন সেনসেক্স ১ শতাংশ উঠে বা ৪৬৮.৮১ পয়েন্ট উঠে দিনের শেষে অবস্থান করছে ৪৯,২৬৯.৩২ পয়েন্টে যেখানে নিফটি প্রায় এক শতাংশ উঠে রেকর্ডটি উচ্চতা ১৪,৪৮৪.৭৫ পয়েন্ট অবস্থান করছে ৷
ত্রৈমাসিক ফলাফলে ভাল আয়ের সংস্থান থাকায় , করোনা ভ্যাক্সিন নিয়ে ইতিবাচক অগ্রগতি এবং আমেরিকায় উচ্চ হারে স্টিমুলাজ প্যাকেজ ইত্যাদির কারণে এদেশের শেয়ার বাজার বেশ চাঙ্গা ছিল ৷ বিদেশি অর্থ শেয়ার বাজারে ঢোকায় বাজারের অবস্থা এদিন বেশ ভাল থাকে ৷
এদিন যেসব শেয়ারের দাম রীতিমতো বেড়েছে সেগুলির মধ্যে রয়েছে এইচ সিএল টেক, ইনফোসিস এবং চেক মহিন্দ্র- এদের বৃদ্ধি হয়েছে ২-৬ শতাংশ৷ অন্যদিকে নিফটি আইটি ইন্ডেক্স এদিন ৩.৩শতাংশ উপরে উঠে ছিল তবে দিনের শেষে ১.৬ শতাংশ উপরে ছিল৷
টিসিএসের পারফর্মম্েন্স খুব ভাল হওয়ায় তা বাজারকে ঢেলে তুলতে সহায়তা করেছে ৷ সকালের দিকে এই সংস্থার শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে গিয়েছিল তবে দিনের শেষে ১.৬ শতাংশ উপরে অবস্থান করছে ৷
বাজার বিশেষজ্ঞদের মতে , এদিন বাজার ওঠার অন্যতম কারণ হল করোনা ভ্যাক্সিন নিয়ে প্রক্রিয়া চালু হওয়ার বিষয়ে ইতিবাচক খবর৷ প্রথম পর্য়ায়ে ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে ৷ তাছাড়া আবার আর কিছুদিন পরেই বাজেট ৷ অনেকেই আবার এই বাজেট নিয়ে আশায় বুক বাধছে ৷ ফলে সেই আশা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে বিশেষজ্ঞদের একাংশের অভিমত ৷