বাংলায় মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ৷ তবে গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত মাত্র ৮২৩ জন৷ মৃত্যু হয়েছে আরও ১৯ জনের৷
রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের৷ শনিবার এই সংখ্যাটা ছিল ২০ জন৷ তবে সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৯৪১ জন৷ তবুও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার৷
৯ জানুয়ারির রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ৷ তবে এই মূহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাত্র ১,৯৫৪ জন৷ হোম আইসোলেশনে ৬,০২৪ জন৷ আর সেফ হোমে আছেন মাত্র ৫৬ জন৷ একদিনে আক্রান্ত মাত্র ৮২৩ জন৷ শনিবার ছিল আরও কম৷ মাত্র ৭৮৭ জন৷
তা-সত্ত্বেও বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫ লক্ষ ৬০ হাজার ৭০৯ জন৷ রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৫৭ জন৷ শনিবার ছিল ৯৭৮ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৪২ হাজার ৮৮৭ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৬.৮২ শতাংশ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৮ হাজারের নিচে৷
তথ্য অনুযায়ী,৭ হাজার ৮৮১ জন৷ শনিবার ছিল ৮ হাজার ৩৪ জন৷ তুলনামূলক ১৫৩ জন কম৷ এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৭৪ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৭৪ লক্ষ ৪১ হাজার ৫০০ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮২,৬৮৩ জন৷ একদিনে ৩৫ হাজার ১২৩ টি টেস্ট হয়েছে৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০০ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷