পাখির চোখ বিধানসভা ভোট। ফের বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অণ্ডাল বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এখান থেকেই সড়কপথে তাঁর বর্ধমান শহরের দিকে রওনা দেবেন নাড্ডা৷ বর্ধমান শহরে বিজেপির কার্যালয়ে যাবেন নাড্ডা৷
মাসখানেক আগে ভার্চুয়াল পদ্ধতিতে এই কার্যালয়ের উদ্বোধন করেছিলেন তিনি নিজেই। এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজোও দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিজেপি নেতা-কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ বর্ধমান শহরে রোড শো করবেন বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা। কাটোয়ায় প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন তিনি।