বছরের প্রথম মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ জানুয়ারি কলকাতায় থাকবেন তিনি। নেতাজি সুভাষ জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি। একুশের নির্বাচনের আগে বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। একের পর এক কেন্দ্রীয় নেতা বাংলায় এসে কার্যকরতাদের মনোবল চাঙ্গা করছেন এবং রাজ্যের মানুষদের কাছে তৃণমূলের খারাপ কাজ গুলো তুলে ধরছেন।
বছরের শুরুতে আগামীকাল রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামীকাল তিনি কাটোয়ায় একটি জনসভা করবেন এরপর তিনি বর্ধমানে একটি রোড শো করবেন। উনি দিল্লী ফিরে গেলে, নেতাজি জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাপ্ত খবর অনুযায়ী ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি।
এরপর মাসের শেষের দিকে রাজ্যে আসছেন অমিত শাহ। ৩০ জানুয়ারি তিনি বনগাঁয় একটি জনসভা করবেন, এরপর ৩১ জানুয়ারি হাওড়ায় একটি জনসভা করবেন তিনি। এই সভায় তৃণমূলের অনেক নেতা-মন্ত্রী বিজেপিতে যোগ দিতে পারেন বলেই সুত্রের খবর।