বেশ খানিকটা বাড়ল সংক্রমণ, পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২১জন

গত কালের তুলনায় রাজ্যে বেশ খানিকটা বাড়ল সংক্রমণ। পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২১জন  । একদিনে সুস্থ হয়ে উঠছেন ১২৯৫জন।  সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭১শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৬১শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই। এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৮হাজার ৪৭৬জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৫৮হাজার ১৭৩জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ৩৯হাজার ৮১৬জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৮৮১জনের।
এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪০জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৩৬৫জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৬ জনের। বর্তমানে এখন করোনা  আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১৮১৩জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ২২৩ জন। সুস্থ হয়ে উঠছেন ৩১১জন। 
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৫হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩লাখ ৩৬হাজার ২১টি। এখন রাজ্যে ৯৯টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.