ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালানোর নজিরবিহীন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে

বৃহস্পতিবার কংগ্রেসের যৌথ অধিবেশনে সরকারিভাবে মার্কিন প্রেসিডন্ট ঘোষণা করা হবে জো বাইডেনকে। তার কয়েক ঘণ্টা আগে উত্তাল হয়ে উঠল ওয়াশিংটন ডিসি। মার্কিন কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালালেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। গুলি, কাঁদানে গ্যাস, বোমার শব্দে কেঁপে উঠল মার্কিন গণতন্ত্রের পীঠস্থান।

বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় গুলি চালায় পুলিস। গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। ঘটনার জেরে ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের  অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার। ঘটনায় ঘুরিয়ে ট্রাম্পের উসকানির দিকেই আঙুল তুলছে জো বাইডেন শিবির।

বুধবারই ট্রাম্প জনসভা করে হুমকি দিয়েছিলেন, আমরা পিছু হটব না। চুরি করে ছিনিয়ে নেওয়া আসন ফিরিয়ে নেব।  তার পরই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনা ঘটে। এমন ঘটনা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। আন্তর্জাতিক দুনিয়াও সমালোনায় সরব। আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে ট্রাম্প ও বিডেন সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। 

ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালানোর এই নজিরবিহীন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে। হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বৃহস্পতিবার সকালে টুইট করে বলেন, ‘ওয়াশিংটন ডিসি-তে এই হিংসার ঘটনা বেদনাদায়ক। শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হওয়া প্রয়োজন। গণতন্ত্র এ ধরনের হিংসার ঘটনাকে সমর্থন করে না।’  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে বলেছেন, ‘আমেরিকা কংগ্রেসের ইতিহাসে এটা একটা লজ্জাজনক ঘটনা।’ প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এই ঘটনাকে ‘হৃদয়বিদারক এবং ঘৃণ্য’ বলে মন্তব্য করেছেন।

বুধবারই ট্রাম্প জনসভা করে হুমকি দিয়েছিলেন, “আমরা পিছু হটব না।” তার পরই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনা ঘটে। যদিও হামলার কয়েক ঘণ্টা পরে ট্রাম্প টুইট করে সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ট্রাম্প অভিযোগ তুলে আসছেন ভোট জোচ্চুরি হয়েছে। এই ফলাফলকে তিনি কিছুতেই মানবেন না।  এ নিয়ে বেশ কয়েকটি স্টেটসে মামলাও করেন ট্রাম্প। কিন্তু সব জায়গাতেই মুখ পুড়েছে তাঁর। কিন্তু তার পরেও একই দাবি তুলে বিভিন্ন জনসভায় প্রচার করছেন তিনি। এমনকি বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপরে খোলাখুলি চাপ বাড়িয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটারে বিদায়ী প্রেসিডেন্ট লেখেন, ‘‘অনিয়ম আর জালিয়াতির ভোটের সংশোধন চাইছে প্রদেশগুলো। দুর্নীতির এই প্রক্রিয়া কখনওই আইনসভার সম্মতি পায়নি। মাইক পেন্সকে এখন সেগুলো (ফলাফল) তাদের কাছেই ফেরত পাঠাতে হবে। আমরা জিতব। করে ফেলো মাইক, এটা সাহস দেখানোর সময়।’’ যদিও পেন্স বলেছেন, সংবিধান মেনেই তিনি যা করার করবেন।

বুধবারও এক জনসভা থেকে তাঁকে হুমকি দিতে শোনা যায় ট্রাম্পকে। তার পর পরই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনা ঘটে বলে খবর। গত ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট, সেখানে ট্রাম্পের ঝুলিতে গিয়েছে ২৩২টি।

WASHINGTON, DC – JANUARY 06: Protesters gather inside the U.S. Capitol Building on January 06, 2021 in Washington, DC. Congress held a joint session today to ratify President-elect Joe Biden’s 306-232 Electoral College win over President Donald Trump. A group of Republican senators said they would reject the Electoral College votes of several states unless Congress appointed a commission to audit the election results. (Photo by Win McNamee/Getty Images)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.