রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আর বি আই ) মঙ্গলবার আর্থিক জরিমানা করল বাজাজ ফিনান্সকে। ঋণের টাকা আদায়ের জন্য বল প্রয়োগ করায় আর বি আই বাজাজ ফিনান্সের উপর ২.৫ কোটি টাকা জরিমানা করেছে। ঋণের টাকা আদায়ের নামে যে বল প্রয়োগের পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তা সাধারণ নির্দেশিকাকে লংঘন করেছিল।
রিজার্ভ ব্যাংক বাজাজ ফিনান্সের উপর আর্থিক জরিমানা জারি করেছে কারণ ঋণের টাকা উদ্ধারের নামে ঋণ গ্রহীতার উপর যেরকম বল প্রয়োগ করেছে তা সাধারণ নির্দেশিকা লংঘন করে এবং নিয়ন্ত্রক একটি বিশেষ নির্দেশিকা ইস্যু করেছে। কেন্দ্রীয় ব্যাংক এই ভোগ্যপণ্য ঋণদাতা সংস্থাটিকে দোষী সাব্যস্ত করেছে এনবিএফসি হিসেবে কাজ করার ক্ষেত্রে তাদের ফেয়ার প্র্যাকটিস কোড লংঘন করার জন্য । তাছাড়া লক্ষ্য করা গিয়েছে বাজাজ ফিনান্স লংঘন করেছে সেই সব বিশেষ নির্দেশিকা যার মাধ্যমে ফেয়ার প্র্যাকটিস কোড মানা হয়ে থাকে।
জরিমানা করা হয়েছে আরবিআই তার আইনে থাকা ক্ষমতা প্রয়োগ করে। কারণ কোন ঋণগ্রহীতা ঋণের টাকা পরিশোধ না করতে পারলে সেই টাকা উদ্ধার করার জন্য গুন্ডা পাঠিয়ে ওই ঋণ গ্রহীতাকে কোনরকম হয়রানি করা উচিত হবে না। বাজাজ ফিনান্স সম্পর্কে এমন ভাবে ঋণের টাকা আদায়ের জন্য বল প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ বারবার এসেছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে।
এই ধরনের গলদ থাকায় এই সংস্থাটি কাছে নোটিশ পাঠানো হয়েছিল এবং কারণ দর্শাতে বলা হয়েছিল কেন এমন ধরনের কাজ করার জন্য তাদের বক্তব্য কী যার জন্য এক্ষেত্রে কোনরকম জরিমানা জারি করা হবে না। এই নোটিশের জবাবে তারা যা জানিয়েছে তাতে রিজার্ভ ব্যাংক সন্তুষ্ট হয়নি। বরং মনে হয়েছে সংস্থাটি নিয়ম বহির্ভূত কাজ করেছে এবং জরিমানা হওয়াই উচিত।