ওয়াশিংটন, ৭ জানুয়ারি (হি.স.): ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলায় রীতিমতো উত্তাল হয়ে উঠল ওয়াশিংটন ডিসি। বুধবার ইউএস কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থকরা। কয়েক হাজার সমর্থক ট্রাম্পের সমর্থনে স্লোগান তুলে নিরাপত্তা বলয় ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢোকার চেষ্টা করতেই পরিস্থিতি সামলাতে সুরক্ষা বাহিনী গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে একজন মহিলার মৃত্যু হয়েছে, এছাড়াও আরও ৩ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। কয়েক জন আহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন ৫২ জন ট্রাম্প-সমর্থকও। ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ওয়াশিংটন ডিসি-তে ইউএস ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ চলাকালীন ৪ জনের মৃত্যু হয়েছে। ক্যাপিটল পুলিশের গুলিতে একজন মহিলার মৃত্যু হয়েছে, মেডিক্যাল ইমার্জেন্সিতে ৩ জনের মৃত্যু হয়। ক্যাপিটল বিল্ডিংয়ে হাউস অব রিপ্রেসেন্টেটিভ এবং সেনেটের বৈঠক চলছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের চূড়ান্ত সিলমোহরের বিষয়টি নিয়ে। তখনই কয়েক হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল বিল্ডিং ঘিরে ফেলেন। জোর করে ঢুকে পড়েন। ইউএস ক্যাপিটল বিল্ডিং ঘিরে ফেলা সমর্থকদের উদ্দেশে ট্রাম্প জানান, ‘আমরা তোমাদের ভালোবাসি।’ ট্রাম্পের প্রকাশ্যে সমর্থনে পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে। কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে ফেলে ট্রাম্প-সমর্থকরা। তছনছ করে দেওয়া হয় সমস্ত কিছু। ক্যাপিটল বিল্ডিংয়ের বাইরে সাংবাদিকদের ক্যামেরা-সহ অন্যান্য সমস্ত সরঞ্জাম ভেঙে ফেলে বিদায়ী প্রেসিডেন্টের অনুরাগীরা। ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প-সমর্থকদের হামলার জেরে ওয়াশিংটন ডিসি-তে কারফিউ জারি করা হয়। ট্রাম্প-সমর্থকরা তখনও ক্যাপিটলের বাইরে জড়ো হতে থাকেন।
ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় উদ্বিগ্ন আমেরিকা জো বাইডেন : আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দেশবাসীর উদ্দেশে টেলিভিশন বার্তায় তিনি বলেন, “ক্যাপিটল বিল্ডিংয়ের ঘটনা আমেরিকার সত্যিকারের ছবি হতে পারে না। কিছু উগ্রপন্থা মনোভাবাপন্ন মানুষ এ কাজ করেছেন। এটা বিশৃঙ্খলা। এটা প্ররোচনা। আমাদের লক্ষ্য আইন মেনে চলা। একে অপরকে শ্রদ্ধ করা।” ট্রাম্পের সমর্থকরা যে কাজটি করেছেন তাঁকে নিছক প্রতিবাদ বলতে নারাজ বাইডেন। তিনি বলেছেন, ‘‘ক্যাপিটলের ভিতর দাপিয়ে বেড়ানো, জানলা ভাঙা, অফিস দখল করা, নির্বাচনী আধিকারিকদের জীবন সংশয়ের মধ্য দাঁড় করানো— এ সবের কোনওটাই নিছক প্রতিবাদ নয়। এ সবই হিংসাত্মক হামলা।’’
বারাক ওবামা : ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউএস কংগ্রেসে হামলা অত্যন্ত লজ্জার, কিন্তু অবাক হওয়ার মতো কিছু নয়!
জর্জ বুশ : প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এই ঘটনাকে ‘হৃদয়বিদারক এবং ঘৃণ্য’ বলে মন্তব্য করেছেন।
বিল ক্লিনটন : ইউএস ক্যাপিটলে হামলাকে অপ্রত্যাশিত আক্রমণ আখ্যা দিয়েছেন বিল ক্লিনটন।
2021-01-07