মেলবোর্নে প্রথমবার টেস্ট ক্রিকেটে মাঠে নেমে প্রয়াত পিতার স্বপ্নপূরণ করেছেন মহম্মদ সিরাজ। অভিষেক ম্যাচেই বল হাতে নজর কাড়েন তরুণ পেসার। উমেশ যাদব ছিটকে যাওয়ায় সিডনি টেস্টে সিরাজের দায়িত্ব বেড়েছে সন্দেহ নেই। তবে ঐতিহ্যের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামার মুহূর্তে সিরাজকে রীতিমতো আবেগপ্রবণ দেখায়।
ম্যাচের আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দু’দেশের ক্রিকেটারদের জাতীয় সঙ্গীত গাওয়াই রীতি। সেই মতো ভারতীয় ক্রিকেটাররাও টেস্ট শুরুর আগে সমবেতভাবে জাতীয় সঙ্গীতে গলা মেলান। বাকিরা যখন একাগ্রচিত্তে জাতীয় সঙ্গীতে মগ্ন, সিরাজের দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে দেখা যায়।
দু’হাত দিয়ে চোখের জল মুছে ফেলতেও দেখা যায় সিরাজকে। তরুণ পেসারের এমন আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সফরে থাকাকালীনই পিতৃবিয়োগ হয় সিরাজের। তবে জাতীয় কর্তব্য পালনের জন্য তিনি বাবার শেষকৃত্যে যোগ দিতে দেশে ফেরেননি। সিরাজ স্পষ্ট জানিয়েছিলেন যে, তাঁর বাবার একমাত্র স্বপ্ন ছেলে দেশের হয়ে খেলতে নামুক। তাই টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করে বাবার স্পপ্নপূরণ করতে চান তিনি। মেলবোর্নে টেস্ট অভিষেক হওয়ার পর সিরাজ প্রয়াত পিতার সেই স্বপ্নপূরণ করেন। সিডনিতে ডেভিড ওয়ার্নারের মূল্যবান উইকেট তুলে নিয়ে সিরাজই ভারতকে প্রথম সাফল্য এনে দেন।