CAA কার্যকর করা নিয়ে মতুয়াদের মনে যাবতীয় সংশয়ের অবসান ঘটাতে জানুয়ারিতেই ঠাকুরনগরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর। তিনি আবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। উল্লেখ্য, CAA নিয়ে কেন্দ্রের অবস্থান কী সেটা স্পষ্ট করার দাবি জানিয়েছিলেন বনগাঁর সাংসদ। রীতিমতো সাংবাদিক সম্মেলন করেই শান্তুনু ঠাকুর জানিয়েছেন, ‘অমিত শাহ ঠাকুরনগরে সভা করে মতুয়াদের মনে CAA নিয়ে যাবতীয় সংশয় দূর করবেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতায় আমরা খুব খুশি’।
উল্লেখ্য, মাস কয়েক পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। এর আগেই CAA নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন বনগাঁরা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এরপরই তাঁকে শান্ত করতে ঠাকুরনগরে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা রাজ্যের অন্যতম পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। এরপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ও আলোচনা করেন শান্তনু ঠাকুরের সঙ্গে। এরপরই শান্ত হন মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি। প্রসঙ্গত, গত মাসে রাজ্য সফরে এসে অমিত শাহ বলেছিলেন, করোনার টিকা প্রদান প্রক্রিয়া শেষ হলেই CAA কার্যকর করা হবে। কিন্তু মতুয়াদের দাবি ছিল জানুয়ারিতেই Citizenship Amendment Act (CAA) লাগু করতে হবে। শান্তনুর দাবি ছিল, সংসদে বিল পাশের পর বছর ঘুরতে চললেও এখনো CAA কার্যকর না-হওয়ায় মতুয়ারা সংশয়ে ভুগছেন। সবমিলিয়ে পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই এবার রাজ্য সফরে এসে ঠাকুরনগরে সভা করে CAA নিয়ে বড়সড় ঘোষণা করতে পারেন অমিত শাহ।
2021-01-06