হাসপাতাল থেকে আজ ছুটি পেলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি নিজেই আরও একটি দিন হাসপাতালে থাকতে চান বলে হাসপাতালের তরফে জানানো হয়৷ তবে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের৷ আজ বাড়ি না-ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বলে হাসপাতালের তরফে জানানো হয়৷
দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি সমস্ত মেডিক্যাল রিপোর্ট ও সৌরভকে দেখার পর বুধবারই প্রাক্তন ভারত অধিনায়ককে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সেই মতো এদিন সকালে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল৷ কিন্তু সৌরভ নিজে আরও একটি দিন হাসপাতালে থাকতে চাওয়ায় তাঁকে বুধবার না-ছাড়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷
সৌরভের ছাড়ার পাওয়ার খবরে এদিন সকালে আলিপুরের উডল্যান্ডস হাসাপাতেলের গেটের সামনে হাজির হয়েছিলেন দাদা’র অসংখ্য অনুগামী৷ শুভানুধায়ীদের ধন্যবাদ জানিয়ে বেহালায় বীরেন রায় রোডের বাড়ির পথে রওনা হন মহারাজ৷ এদিন হাসপাতাল ছাড়ার আগে প্রাতরাশ করেন সৌরভ৷ রাতে তাঁর ভালো ঘুম হয়েছে বলেও হাসপাতাল সুত্রে জানানো হয়েছে৷ সৌরভের ফের ইসিজি করা হয়৷ সেই রিপোর্ট সন্তোষজনক বলেও জানা গিয়েছে৷ এদিন সকালেই হাসপাতালে উপস্থিতি হয়েছিলেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়৷
মঙ্গলবার বিশেষ বিমানে বেঙ্গালুর থেকে উড়ে এসে সৌরভকে দেখেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি৷ অসংখ্য সৌরভ ভক্তদের চিন্তামুক্ত করে দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ জানিয়ে ছিলেন, প্রাক্তন ভারত অধিনায়ক এখন সম্পূর্ণ বিপন্মুক্ত৷ সৌরভকে দেখার পর দেবী শেঠি সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘সৌরভের হৃদ্যন্ত্রের বিন্দুমাত্র কোনও ক্ষতি হয়নি৷ ২০ বছর বয়সে যেমন শক্তিশালী ছিল, তেমনই আছে৷ সৌরভ আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে৷ ম্যারাথন দৌড়তে এবং আবার ক্রিকেটও খেলতে পারেন৷ এমনকী বিমান চালাতেও পারেন৷’
তবে বাড়ি ফিরে অন্তত দু’সপ্তাহে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে সৌরভকে৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি৷ বাইরে খুব একটা বেরোনো চলবে না৷ তবে বাড়িতে বসে কাজ করতে বাধা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি মনে করেন বোর্ডের এবং আইসিসি-র কোনও সভায় বাড়ি থেকে যোগ দেবেন, তা তিনি করতেই পারেন৷
সৌরভের তিনটি করোনারি আর্টারিতেই ‘ব্লকেজ’ ধরা পড়ে৷ এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে৷ বাকি দু’টিতেও স্টেন্ট বসাতে হবে৷ বাকি দু’টি স্টেন্ট বসানোর সময় দেবী শেঠি উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার তিনি জানিয়েছেন৷ তবে সেটা কখনও তা পরে চিকিৎসককরা ঠিক করবেন৷ সপ্তাহ দু-তিনের মধ্যে ফের হাসপাতালে আসতে হবে সৌরভকে৷
শনিবার অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় দিনেই অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ৷ মঙ্গলবার সকালে উডল্যান্ডসে এসে প্রাক্তন ভারত অধিনায়কের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি কথা বলেন সৌরভের চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে৷ তার পর বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ সৌরভের ছুটির বিষয়টিতে সিলমোহর দেন৷
সৌরভের চিকিৎসা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ৷ পাশাপাশি সৌরভের চিকিৎসারত ডাক্তারদের প্রশংসা শোনা গিয়েছে দেবী শেঠির মুখে৷ আলিপুরের ওই হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত তৎপরতা ও দক্ষতার সঙ্গে সৌরভের চিকিৎসা করেছেন বলেও জানিয়েছিলেন তিনি৷ শেঠি বলেন, ‘ঠিক সময়ে ঠিকঠাক চিকিৎসা হয়েছে৷ উন্নত বিশ্বের যে কোনও দেশে এই চিকিৎসাই করা হত৷’
সৌরভের মতো ৪৮ বছরের ব্যক্তি, যে ছোট থেকে নিয়মিত শরীর চর্চা করে এসেছে এবং যে নন-স্মোকিং ও নন-অ্যালকোহলিক তার এই ঘটনা দেশের সব মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷ এখান থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের উদেশ্যে বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা বছরে দুু’বার অথবা অন্তত একবার করে অবশ্যই মেডিক্যাল চেক-আপ করান৷