এই মুহূর্তে তিনি রয়েছেন ইংল্যান্ডে। দলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। তার মধ্যেই বৃহস্পতিবার দেশে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গঠন করেছে বিজেপি তথা এনডিএ জোট। আর তারপরেই টুইটারে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
শুক্রবার টুইট করে মোদীকে শুভেচ্ছা জানান কোহলি। নিজের শুভেচ্ছা বার্তায় তিনি জানিয়েছেন, “মোদীজিকে শুভেচ্ছা। বিশ্বাস করি, আপনার দর্শনে অনুপ্রাণিত হয়ে ভারত আরও উন্নতি করবে। জয় হিন্দ।” তার আগে অবশ্য একাধিক টুইট করে এই জয়ের ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদী। টুইট করে তিনি বলেছেন, তাঁর সরকার ভারতের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করবে।
নিজের টুইটে মোদী আরও বলেন, তিনি একই রকমের উদ্যম নিয়ে দেশের জন্য কাজ করে যাবেন। তাঁর মতে, কোনও দল নয়, বরং টিম ইন্ডিয়া এই ভোটে জিতেছে। তিনি আরও বলেন, তাঁর সরকার দেশের প্রত্যেকটা মানুষের সাহায্য ও তাঁদের উন্নতির জন্য কাজ করবে। এই সরকারের প্রধান লক্ষ্যই হবে, কীভাবে একেবারে নীচের স্তর থেকে দেশের উন্নতি করা যায়। যাঁরা তাঁদের আশীর্বাদ করেছেন, তাঁরা কখনও সরকারের কাজে হতাশ হবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।
কোহলির আগে শচীন তেণ্ডুলকরও নির্বাচনে জেতার পর মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছিলেন, “নির্বাচনে জেতার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। দেশ আপনার সঙ্গে আছে। আরও শক্ত ও উজ্জ্বল ভারত গড়ে তোলার ক্ষেত্রে সবাই আপনার পাশে রয়েছে।” শচীনের টুইটের উত্তর দিয়ে মোদী বলেন, তাঁর সরকার অবশ্যই আরও উন্নত ভারত গড়ার কাজ করবে।
বিরাট কোহলির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ভালো। বিরাট-অনুষ্কা বিয়ের নেমন্তন্ন করেছিলেন প্রধানমন্ত্রীকে। তাঁদের রিসেপশনেও গিয়েছিলেন মোদী। বেশ কিছুক্ষণ নতুন বর-বউয়ের সঙ্গে কথা বলতেও দেখা যায় মোদীকে। নির্বাচনের আগে দেশবাসীকে ভোট দেওয়ার আবেদন জানানোর জন্য বিরাটকে ট্যাগ করে টুইট করেন মোদী। বিরাটও জবাব দেন। এমনকী দিল্লিতে ভোটের দিন সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন কোহলি। তারপরেও সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান ভারতের ক্রিকেট অধিনায়ক।