চিন্তার কথা, বাংলাদেশে ৩০ ধরনের নতুন করোনাভাইরাস চিহ্নিত

ভয়ঙ্কর তথ্য দিলেন বাংলাদেশের বায়োটেকনলোলজি বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, দেশের সিলেট বিভাগে করোনাভাইরাসের অন্তত ৩০ ধরণের পরিবর্তিত রূপ চিহ্নিত করা গিয়েছে। ফলে ভাইরাস সংক্রমণ ঘিরে ফের চিন্তার মেঘ ঘনিয়ে এসেছে।

সিলেট বিভাগে নতুন ৩০ ধরনের পরিবর্তিত করোনাভাইরাসের সন্ধান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, এর মধ্যে ২৪টি ভাইরাস বিশ্বের অন্যান্য দেশে থাকলেও বাকি ৬টি শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া গিয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গবেষকরা। গবেষক দলের সদস্য বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল বলেন, আমরা সিলেট বিভাগের বিভিন্ন এলাকা হতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাদের জিনোম সিকুয়েন্স করি।

সেখান থেকে আমরা করোনার জিনোমে নতুন একটা মিউটেশন (Genome: 27862 : Del: ATCAT) পাই যা পূর্বে বিশ্বের কোথাও পাওয়া যায়নি। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনার ১০টি নমুনার জিন বিশ্লেষণ করে প্রোটিন লেবেলে ৪৭টি পরিবর্তন পাওয়া যায়।

এর মধ্যে ৩০টি পরিবর্তিত করোনাভাইরাস বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একেবারে নতুন। তিনি আরও বলেন, বাংলাদেশে করোনার গতিপ্রকৃতি ও বৈচিত্র্য উদঘাটনের লক্ষে শাবির জিইবি বিভাগ কাজ করছে। ফলে আমাদের দেশে কোনো ভ্যাক্সিন কার্যকর হবে সেটার একটি ডিজাইন আগে থেকেই আমরা এ গবেষণাগুলোর মাধ্যমে বুঝতে পারব।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে আমরা করোনা শনাক্ত ল্যাব চালু করি। পাশাপাশি আমরা করোনাভাইরাসের প্রকৃতি ও বিস্তার নিয়ে গবেষণাও করছি যা আমাদের গবেষকদের এক অনন্য অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.