যেটা হচ্ছে সেটা আদৌ কৃষক আন্দোলন নয় , সেটা হল কৃষক ও ক্রেতার মধ্যে থাকা ফড়ে , দালাল ,জোতদার , ভূস্বামীদের আন্দোলন !

অনেকে ভাবছে , দিল্লীতে তথাকথিত কৃষক আন্দোলন নিয়ে আমি কিছু বলছি না কেন ?হয়ত আমি পুরোই চাড্ডি হয়ে গিয়েছি !

সত্যি বলি বেশির ভাগ মানুষই চাড্ডি কারন আমরা একটি নির্দিষ্ট মতের , দলের , বিশ্বাসের , ধর্মবোধের প্রতি অন্ধ ভাবে বা নাজেনে কিংবা জেনে আস্থাশীল থাকি ৷ ছোট্ট করে উদাহরন দি ” ব্রাজিল এই নামটার প্রতি পৃথিবীর অর্ধেক ফুটবল প্রেমী অদ্ভুত আস্থা রাখে , এদের আমি ব্রাজিলচাড্ডি বলি , সত্যি বলতে সত্তরের পর আধুনিক ফুটবলের জন্মের সাথেই ব্রাজিলের ফ্রি ফ্লোয়িং ফুটবলের দিন শেষ হয়ে গিয়েছিল , ৮২ তে অত ভাল টিম নিয়েও হেরে যায় ২০০২ তে নতুন ঘরানার সফল প্রয়োগ করে সম্ভবত শেষবারের মত নীল হলুদ তার বর্ণছটায় আমাদের মন ভরিয়ে দেয় কিন্তু ঐ শেষ , তারপর মধ্যম মানের দলই এসেছে তবুও আমরা ব্রাজিলের ভক্ত ! এখানেই আমার আপত্তি আমি বলি ব্রাজিলের ভক্ত কেন হব বা ব্রাজিলের ফুটবলের অন্ধ ভক্ত কেন হব ? জাভি , ইনিয়েস্তা , পুয়োল , তোরেস , ভিয়া মিলে ছোট ছোট পাশে মাঠ মাতিয়ে দিলে কেন তার ভক্ত হব না ?

যাক আসা যাক মূল কথাতে , যেটা হচ্ছে সেটা আদৌ কৃষক আন্দোলন নয় , সেটা হল কৃষক ও ক্রেতার মধ্যে থাকা ফড়ে , দালাল ,জোতদার , ভূস্বামীদের আন্দোলন ! তাদের পেটে লাথ পরবার চান্স আছে , সত্যি বলতে এই লাথিটা সময়ের দাবী , জাপান যৌথ চাষের জন্য বিখ্যাত এতে বহু জমি উদ্বৃত্ত হিসাবে পাওয়া যায় ফলে ফলন বেশি হয় , পরে ভার্চুয়ালি জমির পরিমান অনুসারে চাষী ফসলের দাম পেয়ে যায় সরাসরি বাজার থেকে ! সব থেকে ভাল ফর্ম যৌথ চাষ পদ্ধতির এতে প্রত্যেক কৃষকের ভদ্রস্থ রোজগার সম্ভব এমনকি সে চাইলে মার্সিডিজও কিনতে পারে তেমন ব্যবসা বুদ্ধি থাকলে ৷ পৃথিবীর আধুনিক ইতিহাস ঘাঁটলে দেখবেন গত দুশো বছরে কৃষকরা আন্দোলন বিপ্লব প্রভৃতি থেকে বহু দূরে চলে গিয়েছে পরিস্থিতির জন্যই , কৃষক আর অপরিহার্য নয় ,বিজ্ঞানের বিকাশের সাথে সাথেই মানুষ নির্ভর কৃষিব্যবস্থার অবসান ঘটে চলেছে , বিভিন্ন আধুনিক যন্ত্রের সাহায্যে একশ জনের এক মাসের কাজ একদিনেই করা সম্ভব !

ফলে নিজেকে টিকিয়ে রাখার দায়েই কৃষক শ্রেনী পেছু হটেছে , অফিস যত আধুনিক হয় , পুরোনো স্টেনোগ্রাফারের কপালে ভাঁজের সংখ্যা বাড়ে ! ভাবে কবে পরবে পেছনে লাথি ! বড়বাবু জানে কোন দিনও লাথি মারব না , ও আমার মহেশ , একদিন ও সার্ভিস দিয়েছে আজ এঞ্জয় করুক কিন্তু মুখে বলব না , তাহলেই যেটুকু করছে তাও করা ছেড়ে দেবে ! মানুষ একটি অলস , কর্মবিমুখ লাজুক প্রানী , এটা আমি বলছি না আমাদের সাইকোলজি বলছে! অবশ্যই যদি আপনি মালিক হন এর পরিবর্তন হবে তখন আপনি নিজের সম্পদ রক্ষা করতে পারলে দিন রাত কাজ করবেন !

ফড়েদের আন্দোলন না হলে এতদিন ধরে প্রতিবাদ চালানো সম্ভব নয় , আন্দোলন , বিপ্লব প্রভৃতি করতে গেলে বিপুল অর্থ লাগে , সে অর্থের জোগান সাধারনত ক্ষমতাসিন সরকারের বিরোধী  পক্ষ বা ক্ষমতাসীন শ্রেনীর বিরোধীপক্ষ জোগায় ঠিক যেমন রুশ বিপ্লবের টাকা জার্মান ইহুদি লবি জুগিয়েছিল , আমি এ বিষয়ে বহু আগে বলেছিলাম বিপ্লব আর দাঙ্গা নিজে নিজে হয় না , করতে হয় আর তার জন্য টাকা লাগে , সেই টাকা দেয় ক্যাপিটালিস্ট সিস্টেমের একটি অংশই নিজের স্বার্থ সিদ্ধির জন্য ! আজও সিঙুড় আন্দোলনে কান পাতুন, মারুতি মাহিন্দ্রার পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়া শুনতে পাবেন , দিদি শুধু মুখ ছিল আসল ত ওরাই!

লেনিন ও শুধুই মুখ ছিল আসল হল তারা যারা আজ ওয়াল স্ট্রিটে ছড়ি ঘোরায় !

বিপ্লব , আন্দোলন যাই বলুন সে সবই

অফ দ্যা ক্যাপিটালিস্ট ,বাই দ্য ক্যাপিটালিস্ট , ফর দ্য ক্যাপিটালিস্ট৷ মনে মনে একটি বাংলা শব্দ ভাসছে ত ? প্রহসন !

সঠিক তবে এটা নিয়েই বাঁচতে হবে লড়তে হবে জীবনের সাথে তাই বামপন্থী হয়ে ভুল জেনে বিপ্লবের দিবাস্বপ্নতে বাঁচার থেকে চাড্ডি হয়ে কমপক্ষে সত্যি জেনে মরাও ভাল ! তাই আমি হয়ত কিছুটা হলেও চাড্ডি !

জয় শ্রী রাম

জয়সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.