প্রগতিশীল সমাজে গবেষণাই মূল চাবিকাঠি। গবেষণার প্রভাবেই সকলের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা প্রশস্ত হয়। সোমবার ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভের এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ন্যাশনাল অটোমিক টাইমস্কেল এবং ভারতীয় নির্দেশক দ্রব্যর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভের শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, ‘নতুন বছরে নতুন অর্জন। শুধুমাত্র একটি নয়, ভারতীয় বিজ্ঞানীরা দু’টি ‘মেড ইন ইন্ডিয়া’ কোভিড-১৯ টিকা সফলভাবে তৈরি করেছেন। বিজ্ঞানীদের প্রতি গোটা দেশ গর্বিত।’ প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র বৈশ্বিক চাহিদাই নয়, ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্যের বৈশ্বিক স্বীকৃতিও নিশ্চিত করতে হবে আমাদের। গুণগতমান এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে ব্র্যান্ড ইন্ডিয়া শক্তিশালী করতে হবে আমাদের। এই মুহূর্তে, গ্লোবাল ইনোভেশন র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় ৫০টি দেশের মধ্যে ভারতও রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে আমাদের দেশ এবং ২০৪৭ সালে ১০০ বছর পূর্ণ করবে। আমাদের আত্মনির্ভর ভারতের কথা মাথায় রেখে, নতুন স্ট্যান্ডার্ড এবং মানদণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ভারতীয় পণ্য দিয়ে বিশ্বকে পূরণ করতে চাই না, তবে বিশ্বের প্রতিটি প্রান্তে ভারতীয় পণ্যের প্রতি গ্রাহকের মন জয় করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রগতিশীল সমাজে গবেষণাই মূল চাবিকাঠি এবং কার্যকরী। এর প্রভাব বাণিজ্যিক, সামাজিক এবং আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনাকে প্রশস্ত করতে সহায়তা করে।
2021-01-04