গত ২৪ ঘণ্টায় রাজ্যে বেশ খানিকটা কমলো করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ১৪৪৩জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.২৫শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৭২শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। শনিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১১হাজার ৮জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৫৪হাজার ৭৯জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ৩৩হাজার ৩০৫জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৭৬৬জনের।
এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১১জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৩৪৪জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৮ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ২৫৪৯জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ২২০ জন। সুস্থ হয়ে উঠছেন ২৬২জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৪হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭১লাখ ৭৭হাজার ৮১৪টি। এখন রাজ্যে ৯৮টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2021-01-03