শনিবার সকালে হঠাৎই বেহালায় নিজের বাড়িতেই ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ । জিম করতে করতেই পড়ে যান তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডসে । জানা যায়, এরপর তাঁর ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়। এবং তারপর অ্যাঞ্জিওগ্রাম ও অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
জানা গিয়েছে, সৌরভের ধমনীতে তিনটি ব্লকেজ রয়েছে। ইতিমধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে বলে খবর। ইতিমধ্যে সৌরভের পরিবারকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডাক্তাররা।
তারা জানিয়েছেন, তিনটি ব্লকেজ আছে তাঁর ধমনীতে। তিনটি স্টেন্ট বসাতে হবে। আপাততঃ একটি বসেছে। তবে আরও একবার অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে বলে খবর। প্রয়োজনে করা হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টও।
ইতিমধ্যে পাঁচ ডাক্তারের একটা মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। অন্যদিকে, মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
তিনি আরও বলেন যে, সৌরভের পরিবারকে সবরকম সাহায্যের কথা বলেছেন শাহ। প্রয়োজনে দিল্লির এইমস থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসা হবে বলেও শাহ আশ্বাস দিয়েছেন বলে দাবি কৈলাশের৷ যদি সৌরভের পরিবারের সদস্যরা চান তাহলে সেই উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
বিস্তারিত আসছে…