জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব বেড়েই চলেছে। কাশ্মীর উপত্যকার পুলওয়ামা জেলার অবন্তীপোরার ত্রাল এলাকায়, বাসস্ট্যান্ডে সন্ত্রাসবাদীদের ছোড়া গ্রেনেড ফেটে আহত হয়েছেন ৮ জন সাধারণ নাগরিক। বাসস্ট্যান্ডে সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। ত্রালের বাসস্ট্যান্ডে মোতায়েন ছিলেন এসএসবি জওয়ানরা। এসএসবি জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছুড়েছিল।
গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয় এবং রাস্তায় ফেটে যায়। সেই সময় ওই স্থানে থাকা মোট ৮ জন সাধারণ নাগরিক গ্রেনেড ফেটে আহত হয়েছেন। প্রাণহানির কোনও খবর নেই। প্রত্যেকেই বিপদমুক্ত রয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গ্রেনেড ফাটার পর স্প্লিন্টারের আঘাতে ৮ জন আহত হয়েছেন। হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়, কিন্তু জঙ্গিদের খুঁজে পাওয়া যায়নি।
2021-01-02