এখনও দক্ষিণে জাঁকিয়ে শীত, ঝঞ্জার ঝঞ্ঝাটে হারাতে পারে আমেজ

আজ শনিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা কমেছে কিন্তু বছরের শুরুতেই শীতের বাধা পশ্চিমী ঝঞ্জা। উত্তর পশ্চিম ভারতে নতুন পশ্চিমী ঝঞ্চার জন্য শীত বাধা পড়তে পারে দক্ষিণবঙ্গের শীতে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পয়লা জানুয়ারি পর্যন্ত শীতের হাওয়ার পথে বাধা হয়নি ঝঞ্ঝাট। এবার তা হবে। পূর্বাভাস হাওয়া অফিসের।

আজ শনিবারের রেকর্ড কী বলছে? শনিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১১.০ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার পয়লা জানুয়ারি ২০২১, আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ১০.০ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.০ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাবে যে পারদ ক্রমে কমেছে সমস্ত জেলায়।

মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা যে অল্প বেড়েছে তা স্পষ্ট করছে এই তথ্য।

গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাঁকুড়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস,দিঘায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৯.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১০.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.