করোনার নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগ সর্বত্র। করোনার নয়া এই ধরন আরও বেশি মারাত্মক বলে দাবি করছেন কেউ-কেউ। ইতিমধ্যেই কলকাতাতেও মিলেছে করেনাার নয়া স্ট্রেনের হদিশ। এক যুবকের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন।
লন্ডন থেকে ফিরেছিলেন ওই যুবক। কলকাতায় নামার পরেই তাঁর শরীরে করেনাার নয়া এই ধরনের হদিশ মেলে। করোনার নয়া স্ট্রেনের মোকাবিলাতেও প্রস্তুত বেলেঘাটা আইডি হাসপাতাল। ইতিমধ্যেই করোনার নতুন এই ধরনের চিকিৎসার জন্য বিশেষ একটি ওয়ার্ডের ব্যবস্থা হয়েছে। সেখানে ৫০টি আলাদা বেডের ব্যবস্থা করে ফেলা হয়েছে।
গোটা রাজ্যেই বিশেষ করে সংক্রামক ব্যধির চিকিৎসায় বেলেঘাটা আইডি হাসপাতালের জুড়ি মেলা ভার। করোনাকালে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসা পদ্ধতি প্রশংসার দাবি রাখে। রাজ্যের সব হাসপাতালের পাশাপাশি আইডি হাসপাতালের স্বাস্থ্যকর্মী-সহ সব স্টাফ করোনার সঙ্গে নিরলস যুদ্ধ চালাচ্ছেন।
করোনার চিকিৎসা পদ্ধতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রতিনিধিরা। তাঁরা বেলেঘাটা আইডি হাসপাতালেও গিয়েছিলেন।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরাও করোনা মোকাবিলায় আইডি হাসপাতালের চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেছেন। এবার করোনার নয়া স্ট্রেন নয়ে আতঙ্ক তৈরি হয়েছে বিশ্বজুড়ে। ব্রিটেনে করোনার এই নতুন ধরনের প্রথম হদিশ মেলে। ধীরে-ধীরে গোটা ইউরোপ-সহ বিশ্বের বাকি দেশগুলিতেও তা ছড়িয়ে পড়েছে।
করোনার নয়া এই স্ট্রেনের হদিশ মিলেছে কলকাতাতেও। এক যুবকের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন। লন্ডন থেকে ফিরেছিলেন ওই যুবক। কলকাতায় নামার পরেই তাঁর শরীরে করেনাার নয়া এই ধরনের হদিশ মেলে। গোটা দেশে করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটেনে যে নতুন করোনার স্ট্রেনের হদিশ মিলেছে সেটা আরও ভয়ঙ্কর। আগের থেকে ৭১ শতাংশ বেশি সংক্রামক। তবে তার উপসর্গ তেমন ভয়ঙ্কর নয়। এমনই দাবি করেছেন সিসিএমবির ডিরেক্টর ডঃ রাকেশ মিশ্র। তিনি জানিয়েছেন, করোনা যে নতুন স্ট্রেন দেখা দিয়েছে সেটার উপর সমানভাবেই সক্রিয় হবে করোনা ভ্যাকসিন।
তবে করোনার নয়া এই স্ট্রেনের মোকাবিলায় প্রস্তুত বেলেঘাটা আইডি হাসপাতাল। ইতিমধ্যেই হাসপাতালে নয়া স্ট্রেনে আক্রান্তদের জন্য বিশেষ একটি ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পৃথক ৫০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে এই বেডের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।