দাদা শুভেন্দুর পথেই ভাই সৌমেন্দু। শুক্রবার কাঁথিতে বিজেপির ‘যোগদান মেলা’য় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা সৌমেন্দু অধিকারী। সৌমেন্দুর সঙ্গে এদিন বিজেপিতে এলেন কাঁথি পুরসভার ১৪ বিদায়ী কাউন্সিলর। সৌমেন্দুর দলে যোগ দেওয়ার দিনেই শাসক তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। বললেন, ‘‘৩০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি পাল্টে দেব’’।
গত কয়েকদিন ধরে চলা জল্পনার অবসান বছরের শুরুর দিনেই। সদ্য কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত সৌমেন্দু অধিকারী যোগ দিলেন বিজেপিতে। সৌমেন্দু ছাড়াও কাঁথির বিদায়ী আরও ১৪ কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে।
এদিন কাঁথিতে বিজেপির ‘যোগদান মেলা’য় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভেন্দু অধিকারী। একের পর এক তোপ দেগেছেন শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূলের নেতা-সাংসদদের।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তৃণমূলর এক সাংসদ আমায় বিশ্বাসঘাতক বলছেন। তৃণমূল এখন দেড়জনের কোম্পানি। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের লোকেরা রাজ্য চালাবে? আর আমরা কর্মচারী? নরেন্দ্র মোদীর আদর্শে সোনার বাংলা তৈরি হবে।’’
পুরভোট নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরভোট করছে না বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘‘রাজ্য সরকার ভোট করতে ভয় পাচ্ছে। লোকসভা ভোটে ১০০-এর বেশি আসে এগিয়ে বিজেপি। ৩০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি পাল্টে দেব। ধর্মযুদ্ধে নেমেছি, এই যুদ্ধে জিততেই হবে।’’