দেশের রিয়েল এস্টেট সেক্টর নিরন্তর মজবুত হোক, এই লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন গ্লোবাল হাউস টেকনোলজি চ্যালেঞ্জ-ইন্ডিয়ার অধীনে লাইট হাউস প্রোজেক্ট-এর শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোর, রাজকোট, চেন্নাই, রাঁচি, আগরতলা এবং লখনউতে লাইট হাউস প্রোজেক্ট তৈরি হবে। লাইট হাউস প্রোজেক্টের শিল্যানাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের মুখ্যমন্ত্রীরা।অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, সমস্ত দেশবাসীকে ২০২১ সালের শুভেচ্ছা। মঙ্গল কামনা করছি প্রত্যেকের। নতুন উদ্যম, নতুন সঙ্কল্প নিয়ে এগিয়ে যাওয়ার সূচনা। এই ছ’টি প্রকল্প দেশে হাউজিং কনস্ট্রাকশনকে নতুন দিশা দেখাবে। এই লাইট হাউস প্রোজেক্ট দেশের কাজ করার নিখুঁত উদাহরণ। এর নেপথ্যে বড় ভিশন দেখতে হবে আমাদের। প্রধানমন্ত্রী বলেন, ইনফ্রাস্ট্রাকচার এবং নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগ এবং বিশেষ করে হাউসিং সেক্টরে করা খরচ অর্থব্যাবস্থায় শক্তি বৃদ্ধির কাজ করছে। দেশের রিয়েল এস্টেট সেক্টর নিরন্তর মজবুত হোক এই লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
2021-01-01