পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ১১৭৮, সুস্থ হয়ে উঠছেন ১৫৫৭জন

 গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭৮জন  । একদিনে সুস্থ হয়ে উঠছেন ১৫৫৭জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৯৯শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৭৮শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। বুধবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১২হাজার ৩৮১জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ৫০হাজার ৮৯৩জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৫লাখ ২৮হাজার ৮২৯জন। রাজ্যে করোনা আক্রাআন্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৬৮৩জনের। এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৬জন।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন  ৩৮৪জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৮ জনের। বর্তমানে এখন করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ২৮৩৭জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থ হয়ে উঠছেন ৩৭৬জন।এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৯হাজার ১১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০লাখ ৭০হাজার ১৭৬টি। এখন রাজ্যে ৯৮টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.