বুধবার ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার ২০২০ প্রদান করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রযুক্তির ব্যবহার ব্যবধান ঘোচাতে স্বীকৃত। করোনা পরিস্থিতিতে এক বড় ধরনের ব্যবধান ঘোচাতে প্রযুক্তি আমাদের সহায়ক হয়ে উঠেছে। করোনা ভাইরাস সামাজিক সম্পর্ক, আর্থিক গতিবিধি, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। তথ্য এবং প্রযুক্তির কারণে করোনা কালেও দুনিয়া থমকে যায়নি।এদিন রাষ্ট্রপতি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে সংকটকে সুযোগে পরিণত করতে প্রযুক্তি বিশেষ অবদান রেখে গিয়েছে। ডিজিটালকরণের ক্ষেত্রে দেশে যে পরিমাণ কাজ হয়েছে,তার ফলশ্রুতি এখন পাওয়া যাচ্ছে। শিক্ষা থেকে শুরু করে বিচার ব্যবস্থা, টেলিমেডিসিন সর্বত্রই ভার্চুয়াল মাধ্যমে ব্যবহার করা হয়েছে। সংকটের এই সময় সরকার তথ্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে গিয়েছে। এর জেরে আর্থিক গতিবিধিও সুচারুরূপে বজায় থেকেছে।
2020-12-30