বর্ষবরণে হতাশ হবে না শহরবাসী। জমাটি শীতে নতুন বছরকে স্বাগত জানাবে তিলোত্তমা। হিমেল হাওয়া এখনই কাঁপিয়ে দিচ্ছে পাহাড় থেকে সমতল। আগামী দু’দিনে শীতের মেজাজ আরও চড়বে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলবে আরও ৪৮ ঘণ্টায়। তাপমাত্রাও হুড়হুড়িয়ে নামবে।
কলকাতায় আজ ১২.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে। গতকালই ১১ ডিগ্রিতে শিরশিরানি ঠান্ডা ছিল শহরে। কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমেছিল। আগামী দু’দিন জেলাগুলিতে আরও ২ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা আছে।
সকালের দিকে হাল্কা কুয়াশা থাকলেও বেলা গড়াতে পরিষ্কার আকাশ। নরম রোদে শীতের আমেজ আছে শহরে। রাতের দিকে হিমেল হাওয়ায় তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। দক্ষিণের জেলাগুলিতে পারদ পতন হবে আরও কিছুটা। দিঘাতে এখনই ঠান্ডা ১০ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করছে। পাহাড়ে আরও কম। উত্তরবঙ্গে তাপমাত্রা ৮-৯ ডিগ্রির আশপাশে রয়েছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৫ ডিগ্রির আশপাশেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ। ভোর হলেই মোটা কুয়াশার যে স্তর পড়ছিল তা এখন অতটা নেই। সকালের দিকে হাল্কা কুয়াশা ঘিরে থাকছে শহরকে। বেলা বাড়লেই ঝলমলিয়ে রোদ উঠছে। তবে কয়েকটি জেলায় হাড়হিম শৈত্যপ্রবাহ চলছে কদিন ধরেই। বিশেষত পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে আরও ৪৮ ঘণ্টা।
গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা এখন নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে। দিল্লিতে এখনই তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে। আরও ঠান্ডা পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুদিন হিমেল হাওয়ার স্রোত বইবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরাখণ্ডে। মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হুড়মুড়িয়ে তাপমাত্রার পারদ নামবে।
দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত জট পাকিয়েছে। মলদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা আছে। সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঘন কুয়াশায় সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পন্ডিচেরী, কারাইকালে।