রাজনীতিতে আসার কথা অনেক আগেই ঘোষণা করেছিলেন তিনি। ৩১ ডিসেম্বর ঠিক ছিল নতুন দলের নাম ঘোষণা করবেন তামিল সুপারস্টার রজনীকান্ত। কিন্তু, রজনীকান্তের শরীর এখন ঠিক নেই। তাই আপাতত রাজনীতিতে আসছেন না তামিল সুপারস্টার। পাশাপাশি অনুশোচনার সঙ্গে এটাও জানিয়েছেন, নতুন দলের প্রতিষ্ঠাও করছেন না তিনি। রাজনীতিতে প্রবেশ করার পরিবর্তে অন্যভাবে জনগণের সেবা করতে চান তিনি।
৩১ ডিসেম্বর নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা ছিল রজনীর। গত শুক্রবারই হায়দরাবাদে অসুস্থ হয়ে পড়েন থালাইভা। তাঁর রক্তচাপ ওঠানামা করতে থাকে। চিকিৎসার পর রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, এক সপ্তাহের বিশ্রাম নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার টুইটারে বিবৃতি জারি করে রজনীকান্ত জানিয়েছেন, অসুস্থতার কারণে রাজনীতিতে প্রবেশ করছেন না তিনি। রাজনৈতিক দলেরও প্রতিষ্ঠা করছেন না। করোনার যে নতুন স্ট্রেন (প্রজাতি) এখন আতঙ্ক ছড়িয়েছে, তার উল্লেখও করেছেন রজনী। লিখেছেন, যকৃৎ প্রতিস্থাপনের জেরে এতে আক্রান্ত হওয়ার তাঁর বিরাট ঝুঁকি রয়েছে, ফলে এই মুহূর্তে রাজনীতিতে নামলে তাঁর বিপদের আশঙ্কা আছে।
2020-12-29