যে পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড-শো করে গিয়েছেন দিন কয়েক আগেই, মঙ্গলবার সেই পথেই হাঁটবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দ্বৈরথ বাড়ছে তৃণমূল-বিজেপির। সভা-পাল্টা সভা, মিছিল-পাল্টা মিছিলে জমজমাট ভোট বাজার। তৃণমূলের অন্যতম জনপ্রিয় নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী দল ছেড়ে এখন বিজেপির অন্যতম নেতা। তিনি দলে যোগ দেওয়ার পরই বিজেপির কর্মসূচিতে বেড়েছে ঝাঁজ। মঙ্গলবারও তিনি রোড-শো করবেন নন্দীগ্রামে।
একইদিনে বীরভূমের বোলপুরে রোড-শো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে দুজনেই আজ কী বলেন সেটা শোনার অপেক্ষায় রাজ্যবাসী। উল্লেখ্য, বোলপুরে অমিত শাহর রোড-শোয় বিপুল মানুষের উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছিল রাজ্যবাসীকে। বিজেপি নেতা-কর্মীদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও রাস্তায় দুধারে দাঁড়িয়ে অমিত শাহর উদ্দেশে ফুল ছুঁড়ে স্বাগত জানিয়েছিলেন সেদিন। বিপুল জনসমাগম দেখে আপ্লুত অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, রাজ্যে পরিবর্তন হবেই, সাধারণ মানুষ আর চাইছেন না তৃণমূল সরকার।
এরপরই বোলপুরে পাল্টা র্যালি করার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী। এরজন্য তিনি তাঁর বীরভূমের প্রশাসনিক সফরের সামান্য পরিবর্তন করেন। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেন, মঙ্গলবার মমতার র্যালিতে কয়েক লাখ মানুষের সমাবেশ হবে। এদিন মমতার র্যালির জন্য সাজিয়ে তোলা হয়েছে বোলপুরকে। সকাল থেকেই মানুষজন আসতে শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। সকালেই ঢোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তণ করে নগর পরিক্রমা চলছে। অর্থাৎ সরাসরি শক্তি পরীক্ষায় নেমেছে তৃণমূল। অপরদিকে এদিনই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বজরং দলের এক র্যালিতে অংশ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনিও পুরোনো দলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ জারি করে একের পর এক তোপ দেগে চলেছেন। নন্দীগ্রামে শুভেন্দুর র্যালি ঘিরে সাজো সাজো রব। তাঁর নিজের খাসতালুকে অবশ্য শক্তি পরীক্ষা করতে হবে না জনপ্রিয় এই নেতাকে। তবুও তিনি এদিন কী বার্তা দেন তাঁর দিকেও তাকিয়ে বাংলার মানুষ।