দ্রুততার সঙ্গে স্মার্ট সিস্টেমের দিকে এগোচ্ছে ভারত : প্রধানমন্ত্রী

 দ্রুততার সঙ্গে স্মার্ট সিস্টেমের দিকে এগোচ্ছে ভারত। ভারতের প্রথম চালকহীন মেট্রো ট্রেনের শুভ উদ্বোধন করার পর সোমবার এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে ভারতের প্রথম চালকহীন মেট্রো ট্রেনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে সম্পূর্ণ কার্যকর ন্যাশনাল অপারেশনাল মোবিলিটি কার্ডের সূচনা করেছেন মোদী ও কেজরিওয়াল। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘ভারত কতটা দ্রুততার সঙ্গে স্মার্ট সিস্টেমের দিকে এগোচ্ছে, দেশের প্রথম চালকহীন মেট্রো ট্রেনের উদ্বোধনের মাধ্যমে তা বোঝা যাচ্ছে। মেট্রো পরিষেবা সম্প্রসারণের জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ব্যয় হ্রাস হবে এবং ভারতীয় নাগরিকদের আরও কর্মসংস্থান হবে।
অতীতের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অটলজির প্রচেষ্টায় দিল্লিতে প্রথম মেট্রো শুরু হয়েছিল। ২০১৪ সালে যখন আমাদের সরকার তৈরি হয়েছিল, সেই সময় মাত্র পাঁচটি শহরে মেট্রো পরিষেবা ছিল এবং এখন ১৮টি শহরে মেট্রো পরিষেবা রয়েছে। ২০২৫ সালের মধ্যে ২৫টিরও বেশি শহরে মেট্রো পরিষেবা নিয়ে যাব আমরা।’ প্রধানমন্ত্রী আরও জানান, ‘১৩০ কোটির বেশি নাগরিকের দেশে, দিল্লি প্রধান বৈশ্বিক আর্থিক ও কৌশলগত শক্তির রাজধানী, সেই গৌরব এখানে প্রতিফলিত করতে হবে। আমার বিশ্বাস আমরা সকলে একসঙ্গে কাজ চালিয়ে যাব এবং দিল্লির মানুষের জীবনকে আরও উন্নত ও শহরকে উন্নত করে তুলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.