৩২৬-এ শেষ ভারতের প্রথম ইনিংস, রাহানেরা এগিয়ে ১৩১ রানে

দ্বিতীয়দিনের ৫ উইকেটে ২৭৭ রানের পর মেলবোর্নে তৃতীয়দিন খুব বেশি দীর্ঘায়িত হল না ভারতের প্রথম ইনিংস। ৪৯ রান যোগ করে তৃতীয়দিন মর্নিং সেশনেই শেষ হল ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার চেয়ে ১৩১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া থামল ৩২৬ রানে।

রবিবার ১০৪ রানে অপরাজিত ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে তাঁর রানের খাতায় মাত্র আট রান যুক্ত করে ব্যক্তিগত ১১২ রানে তৃতীয়দিন ফিরে যান প্যাভিলিয়নে। দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলের রান তখন ২৯৪। এরপরেই রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করলেও বাঁ-হাতি অল-রাউন্ডারের ইনিংসও দীর্ঘস্থায়ী হয়নি। অস্ট্রেলিয়ার চেয়ে প্রথম ইনিংসে দল যখন ১১১ রানে এগিয়ে তখন ব্যক্তিগত ৫৭ রানে স্টার্কের ডেলিভারিতে কামিন্সের তালুবন্দি হন জাড্ডু।

এরপর অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটিতে ১৬ রান যোগ করে ব্যক্তিগত ৯ রানে আউট হন উমেশ যাদব। পরের দু’টি ওভারে যথাক্রমে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন অশ্বিন এবং জসপ্রীত বুমরাহ। বক্সিং-ডে টেস্টে ৩২৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। যদিও সবমিলিয়ে ১৩১ রানের বড়সড় লিড নেয় রাহানে অ্যান্ড কোম্পানি। ভারতের ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দু’দল।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৩টি করে উইকেট সংগ্রহ করেন মিচেল স্টার্ক এবং ন্যাথান লায়ন। ২টি উইকেট নেন প্যাট কামিন্স এবং একটি উইকেট হ্যাজেলউডের দখলে। তবে রান-আউট হওয়ার আগে এদিন মর্নিং সেশনে যে আত্মবিশ্বাসের সঙ্গে অজি বোলারদের সামলাচ্ছিলেন রাহানে এবং তাঁর সঙ্গী জাদেজা, তাতে বলাই যায় দুর্ভাগ্যজনকভাবে রান-আউট না হলে দলের ইনিংস আরও লম্বা করতে পারতেন স্ট্যান্ড-ইন অধিনায়ক। তবে টেস্ট কেরিয়ারে প্রথম রান-আউটের পর মেজাজ হারাননি রাহানে। বরং ক্রিজ ছাড়ার আগে সতীর্থ জাদেজার বুক চাপড়ে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন অধিনায়ক। যা মন কেড়ে নিয়েছে অনুরাগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.