একদিকে করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ স্কুল অন্যদিকে সামনেই বিধানসভা নির্বাচন। কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এর মধ্যেই গত কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা করা হয়।
কিন্তু ঘোষণা করা হলেও নির্ধারিত সময়ে পরীক্ষা হওয়া নিয়ে ফের সংশয়। কারণ ফের একবার বদলাতে পারে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের সূচি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে সূচি বদলের আবেদন জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তাঁর অনুরোধ, ৩০ জুনের পরীক্ষা যেন অন্য কোনও দিন নেওয়ার ব্যবস্থা করে সংসদ। কারণ, ওই দিন হুল দিবস পালিত হয় দেশজুড়ে।
গত বৃহস্পতিবার প্রকাশিত হয় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। সংসদের তরফে জানানো হয়, ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পরীক্ষা। সেই সূচি অনুসারে ৩০ জুন রয়েছে পরীক্ষা। সূচি অনুসারে ওই দিন সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষাগুলি অন্য দিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর অনুরোধ, দেশ জুড়ে ওই দিন হুল দিবস পালিত হয়। উসবের দিনে পরীক্ষাগ্রহণের পক্ষপাতী নয় সরকার। সঙ্গে শিক্ষামন্ত্রী জানান ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিও দ্রুত প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। তবে ২০২১ এর ১ জুন শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ আর উচ্চমাধ্যমিক শুরু হবে ১৫ জুন৷
পাশাপাশি উচ্ছমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার সূচি প্রকাশ করেছে৷ তবে এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের পরীক্ষা সূচি ঘোষণা করেনি। ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন। শেষ হবে ৩০ জুন।প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা হবে৷
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, প্রত্যেক দিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। এছাড়া উচ্চ মাধ্যমিকের পাশাপাশি অর্থাৎ ১৫ জুন থেকে শুরু হবে একাদশের বার্ষিক পরীক্ষা। সেই পরীক্ষা চলবে ২ জুলাই পর্যন্ত।