অসমে অনুপ্রবেশ রোধ করতে পারে কেবলমাত্র বিজেপিই, আন্দোলনকারীদের নয়া দল কংগ্ৰেসকে সহায়তার গোপন অ্যাজেন্ডা : অমিত শাহ

 অসমে যদি কেউ অনুপ্রবেশ রোধ করতে পারে তা-হলে সেটা সম্ভব একমাত্র বিজেপি সরকারের আমলে। আসন্ন নির্বাচনে রাজ্যে কংগ্রেসকে সহায়তা করতে এককালের আন্দোলনকারীরা গঠন করেছেন নতুন দল। এটা তাঁদের গোপন অ্যাজেন্ডা। অসমবাসীকে এ ব্যাপারে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার গুয়াহাটির উপকণ্ঠ আমিনগাঁওয়ে কুমার ভাস্কর বাৰ্মা ক্ষেত্রে আয়োজিত বিশাল সমাবেশে ‘অসম দৰ্শন প্রকল্প’-এর অন্তর্গত বেশ কয়েকটি উচ্চাভিলাষী প্রকল্পের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী শাহ। 
আমিনগাঁওয়ে কুমার ভাস্কর বাৰ্মা ক্ষেত্রে আয়োজিত বিশাল সমাবেশে ‘অসম দৰ্শন প্রকল্প’-এর অন্তর্গত মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান বটদ্রবা প্রকল্পের জন্য ১৫৫ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছেন অমিত শাহ। এছাড়া রাজ্যের ৮ হাজার নামঘরে (শংকরদেব প্রচলিত উপাসনাকেন্দ্র) ২.৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আজ সভামঞ্চে তিনটি নামঘরের সত্রাধিকারের হাতে আড়াই লক্ষ টাকার প্রতীকী চেকও স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিয়েছেন তিনি। এছাড়া সমাবেশস্থলে বোতাম টিপে মধ্য অসমের নগাঁও থেকে বটদ্ৰবা পর্যন্ত চারলেনের সড়ক প্ৰকল্পের উদ্বোধন করেছেন তিনি। 
এদিকে গুয়াহাটির কালাপাহাড়ে প্রস্তাবিত দ্বিতীয় মেডিক্যাল কলেজ হাসপাতালের শিলান্যাস করেছেন শাহ। তাছাড়া মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাপাতলকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে উন্নীত করার ঘোষণার পাশাপাশি রাজ্যে ১১টি নতুন আইন মহাবিদ্যালয় স্থাপন করার কথা জানিয়েছেন তিনি। অসমের চা বাগান অঞ্চলের জন্য নতুন ১৫০টি হাইস্কুল খোলার পরিকল্পনা কেন্দ্ৰীয় সরকারের রয়েছে বলে জানান তিনি। প্রদত্ত ভাষণে অমিত বলেন, কেন্দ্রের মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার অসমকে কখনও মা-মাসীর সম্পর্কে দেখেনি বা দেখবেও না। 
অসমের উন্নয়নে গতি আনার জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার অবদান অপরিসীম বলে উভয়ের ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নেতৃত্বে সৰ্বানন্দ সনোয়াল এবং হিমন্তবিশ্ব শৰ্মার জুড়ি অসমে বিকাশের ধারা দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের বিকাশ ঘটাতে ইঞ্জিন হিসেবে কাজ করছে উত্তর-পূর্বাঞ্চল। অসমের সভ্যতা-কৃষ্টি-সংস্কৃতিকে তিনি দেশের সংস্কৃতির অলঙ্কার বলে মন্তব্য করেছেন। 
বলেন, মহাপুরুষ শংকরদেব ও মাধবদেবের আদৰ্শ সমগ্ৰ বিশ্বে বিরাজমান। গুরুদেব শংকরদেব সমগ্ৰ দেশে অসমের সাহিত্য সংস্কৃতিকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। সকলকে একসূত্রে গেঁথেছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি মহাপুরুষ শংকরদেব রচিত কবিতা ‘ধন্য নর তনু ভাল…’-এর এক পংক্তিও পাঠ করেছেন। 
অমিত শাহ বলেন, কংগ্ৰেস সরকার অসমের সাহিত্য সংস্কৃতি বিকাশে কোনও পদক্ষেপই নেয়নি। শংকরদেবের জন্মস্থান বটদ্রবাকে জবরদখলকারী অবৈধ অনুপ্ৰবেশকারীদের কবল থেকে মুক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এবং হিমন্তবিশ্ব শৰ্মা জুটি। 
ছয় বছরের অসম আন্দোলনের স্মৃতিচারণ করে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী বলেন, অসম আন্দোলন এবং প্ৰতিবাদের সঙ্গে জড়িত যুবকরা এখন উৎপাদনশীল কাজে নিয়োজিত হয়ে রাজ্যে বিকাশের ইঞ্জিন চালাচ্ছেন। বিকাশই একমাত্ৰ পথ, কিন্তু বিচারের পরিবৰ্তন প্ৰয়োজন, বলেন তিনি। পাশাপাশি রাজ্যে নতুন নতুন আঞ্চলিক দল গঠনের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তিনি। পরোক্ষে সিএএ-বিরোধী আন্দোলনকারীদের ঠুকে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসকে সহায়তা করতে আন্দোলনকারীরা গঠন করেছেন নতুন দল। এটা তাঁদের গভীর গোপন অ্যাজেন্ডা, ষড়যন্ত্র।
 কংগ্রেস সরকারের আমলে সংগঠিত নানা ব্যর্থতার সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন অমিত শাহ। এ প্রসঙ্গে তাঁর প্রশ্ন, আন্দোলন করে কি কেউ চাকরি পেয়েছেন? বিদেশি সমস্যার সমাধান হয়েছে? শিল্পোদ্যোগ স্থাপন করা গেছে? না, আন্দোলন করে কেবল যুবকদের শহিদ করা হয়েছে, এছাড়া আর কিছুই পাওয়া যায়নি। নব্যআন্দোলনকারীরা এখন নতুন দল গঠন করে নিজেদের মুখোশ খুলে দিয়েছেন। তাঁরা কংগ্ৰেসকে সহায়তা করতে উঠে-পড়ে লেগেছেন, দৃঢ়তার সঙ্গে বলেন স্বরাষ্ট্রমন্ত্ৰী শাহ। 
প্রদত্ত ভাষণে অসমের ৮ হাজার নামঘরে (শংকরদেব প্রচলিত উপাসনাকেন্দ্র) ২.৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ফের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মাকে ধন্যবাদ জানিয়েছেন। এর পর তিনি বলেন, অসমের যুবকদের আন্দোলন, হিংসা ছেড়ে গানেবাজনায়, ভক্তি, সাহিত্য সংস্কৃতির মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মিত হয়ে গেলে রাজ্যের যুবারা কর্মসংস্থান লাভ করার পাশাপাশি দরিদ্ৰ রোগীরা উন্নত চিকিৎসার সুবিধা পাবেন। 
প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর উচ্ছ্বসিত প্ৰশংসা করে স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ বলেন, মোদীজি সবসময় উত্তর-পূর্বাঞ্চলের সেবা করে যাবেন। মোদী তাঁর ৬ বছরের মেয়াদে ৩০ বার উত্তর-পূর্বাঞ্চলে এসেছেন। অসমে শিল্পোদ্যোগ স্থাপনের কাজ কেবল প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীই করতে পারেন। কংগ্রেসের সেই ক্ষমতা নেই। মনমোহন সিং অসম থেকে ১৫ বছর সাংসদ ছিলেন, কী করেছেন এই রাজ্যের জন্য, জিজ্ঞাসা করেন উপস্থিত জনতাকে। কংগ্রেস আমলে তেলের বকেয়া রয়েল্টি মোদী সরকার কীভাবে রিলিজ করেছে তা-ও শুনিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, অসমের বন্যা নিয়ন্ত্রণের পাকাপোক্ত ব্যবস্থা না হওয়া পর্যন্ত রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব নয়। রাজ্যের ১৬ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি ২ হাজার টাকা করে জমা পড়েছে বলে অমিত শাহের প্রশ্ন, এটা কি আন্দোলন করে বিকাশ হয়েছে? 
অমিত বলেন, অসমের যুবকরা হাতে বন্দুক, অস্ত্ৰশস্ত্ৰ নিয়েছিল কংগ্রেস আমলে। এখন তাঁরা অন্ধকার জগৎ ছেড়ে মূলস্রোতে ফিরে এসে উন্নয়নের কাজে হাতে হাত লাগিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। সদ্যসমাপ্ত বিটিআর নিৰ্বাচন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ বলেন, এই প্ৰথম ওই অঞ্চলে ৮০ শতাংশ ভোটদান হয়েছে বিনা রক্ত ঝরিয়ে। বিটিআর নিৰ্বাচনকে বিজেপির সেমি ফাইনাল বলে আসন্ন ২১-এর বিধানসভা নিৰ্বাচনকে ফাইনাল আখ্যা দিয়েছেন তিনি। ওই ফাইনালে নরেন্দ্র মোদী, সৰ্বানন্দ সনোয়াল, হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি বিপুল ভোটে বিজয়ী হয়ে অসমে পুনরায় সরকার গঠন করবে বলে উদাত্ত কণ্ঠে দাবি করেছেন অমিত শাহ। 
বিটিআর-এর জন্য কেন্দ্রীয় সরকার ৫,০০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের নেতৃত্বে ইতিমধ্যে এই সকল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়া কাজিরঙা জাতীয় উদ্যানে গণ্ডার হত্যা অসম সরকার অতি দক্ষতার সঙ্গে রোধ করে জাতীয় সম্পদ গণ্ডারদের সুরক্ষা প্রদান করছে বলে বলে খুব প্ৰশংসা করেছেন অমিত। বলেন, গণ্ডার হত্যা এখন শূন্যের ঘরে পৌঁছেছে, সব চোরাশিকারিকে জালে পুরতে সক্ষম হয়েছে সর্বানন্দের সরকার। কংগ্ৰেসকে তুলোধুনো করে অমিত শাহ বলেন, কাজিরঙায় অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ অভিযান সম্পূৰ্ণ করেছে এই বিজেপি, যা কংগ্ৰেস সরকারের আমলে কখনও সম্ভব নয়। কেননা, এঁদের লক্ষ্যই বিদেশিদের আশ্ৰয় দেওয়া। 
স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, সাহিত্যকলার ক্ষেত্ৰে ড. ভূপেন হাজরিকা সমগ্ৰ উত্তর-পূর্বাঞ্চলের প্ৰতিনিধিত্ব করেছিলেন। অথচ তাঁকে এতদিন সম্মান দেওয়া হয়নি। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী তাঁকে ভারতরত্ন প্ৰদান করে উপযুক্ত সম্মান দিয়েছেন, বলেন অমিত শাহ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.