বিধানসভা নির্বাচনে ‘বিজেপির কোনও মুখ নেই’-এবার সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘ওঁদের একটাই মুখ, সেটা এখন দুর্মুখ’।
কিছুদিন ধরে বিজেপির মুখ কে, তা নিয়ে লাগাতার গেরুয়া শিবিরকে কটাক্ষ করে চলেছে শাসকদল। শুক্রবার সকালে তারই জবাব দিলেন দিলীপ ঘোষ। বললেন, “বিজেপির ১০০ টা মুখ।” এরপরই তৃণমূল ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “ওদের তো একটাই মুখ, সেটাও আবার এখন দুর্মুখ। সবাই বলছে পিসির পার্টি। কেউ আর বলে না দিদির দল।” উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছেন, বাংলার মাটির মানুষই বিজেপি–র আগামী মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গে।
এদিকে, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছোঁড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেছেন যে, তৃণমূল সুপ্রিমো ও তাঁর নেতারা পারলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র্যালি করে দেখাক! দিলীপের দাবি বিজেপি তাঁর পাঁচ গুণ কৃষক নিয়েই এই শহরে র্যালি করবে৷ এদিন মেগা বুথ পর্যায়ের এক কর্মসূচিতে এসে বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি পারলে উনি আর ওনার নেতারা মিলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র্যালি করে দেখাক৷ আমরা ৫০ হাজার কৃষক নিয়ে র্যালি করে দেখিয়ে দেব৷
উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে, বাংলার ৭০ লক্ষ কৃষক বছরে ৬ হাজার টাকার কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন৷ রাজনৈতিক কারণেই কৃষকদের এই সুবিধে থেকে বঞ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার৷ এর পরই দিলীপের দাবি, কৃষকরা মমতার সঙ্গে নয়, মোদীর সঙ্গেই আছেন৷