বিধানসভার স্ট্র্যাটেজি! কৈলাশ-শুভেন্দুর নেতৃত্বে বৈঠক

কিছুদিন আগেই বিজেপিতে এসেছেন শুভেন্দু অধিকারী। এবার তাঁকে দল কীভাবে ব্যবহার করবে সেটাই দেখার। কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে বসে স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠক শুরু করলেন শুভেন্দু। শনিবার বিজেোইর দফতরে হবে সেই বৈঠক।

বৈঠক হওয়ার কথা ছিল আগেই। শনিবার সেইমত বিজেপির হেস্টিংসের অফিসে বৈঠক শুরু হবে। বিজেপির ৪৩ জন নেতা থাকবেন সেই বৈঠকে।

এদিনই প্রথমবার বিজেপি দফতরে আসবেন শুভেন্দি। শুভেন্দুকে দেওয়া হবে সংবর্ধনা। শুভেন্দু-দিলীপ-মুকুল ও কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে ২৯৪ টি বিধানসভা আসন নিয়ে পর্যালোচনা বৈঠক রয়েছে শনিবার।

বিজেপির ৩৯ টি সাংগঠনিক জেলা সভাপতি বৈঠকে উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর। কেন্দ্র ধরে আলোচনা কেন্দ্র ধরে আলোচনা বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ কলকাতায় এসে একাধিক কর্মসূচির নির্দেশ দিয়ে গেছেন ৷ সেই কর্মসূচিগুলি নিয়েই আলোচনা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে উঠে আসতে পারে সাম্প্রতিক বেশ কিছু ইস্যুও। নজরদারি সব কেন্দ্রে নজরদারি সব কেন্দ্রে ঘটনা হল, বিজেপি ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন লোক নিয়োগ করেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এরাই কাজের নজরদারি করবেন। তাঁরাই সে এলাকার রিপোর্ট দেবেন রাজ্য নেতৃত্বকে।

এদিন সকাল ১১ টা নাগাদ অফিসে পৌঁছবেন শুভেন্দু। ওই সময় বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয়ে থাকবেন সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। সংবর্ধনার পরই হবে গুরুত্বপূর্ণ বৈঠকটি। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেই জানা যাচ্ছে। এছাড়া শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বক্তব্য রাখবেন কিনা সেটাও ঠিক হতে পারে। কারণ এখনও পর্যন্ত তিনি সভায় বক্তৃতা দিলেও সরাসরি সংবাদমাধ্যমে মুখ খোলেননি। এর পিছনে শুভেন্দুর যুক্তি, বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল, আমিও সেই শৃঙ্খলা মেনে চলব। দল যতক্ষন না বলবে আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.